ঢাকা: শিল্প সচিব কে এম আলী আজমকে জনপ্রশাসন সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তাঁকে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতির পর ওইপদে নিয়োগ দিয়ে রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন সচিবের দায়িত্ব চালিয়ে আসা শেখ ইউসুফ হারুনের চাকরির মেয়াদ আগামী ১২ মে শেষ হবে।
এদিকে জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান জাকিয়া সুলতানাকে শিল্প সচিব করা হয়েছে।
অর্থ বিভাগের অতিরিক্ত সচিব সত্যজিত কর্মকারকে সচিব পদে পদোন্নতি দিয়ে জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যানের পদটি সচিব পদমর্যাদার।
সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমানকে সচিব পদে পদোন্নতি দিয়ে ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।
আর মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. খলিলুর রহমান সিলেটের বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন।