হোম > সারা দেশ > ঢাকা

সিন্ডিকেট পদ্ধতি বাতিল করে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত রাখার দাবি

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

সিন্ডিকেট পদ্ধতি বাতিল করে সব বৈধ এজেন্সির জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত রাখা এবং জনশক্তি রপ্তানির জটিলতা নিরসনে ১০ দফা দাবি জানিয়েছে সম্মিলিত সমন্বয় ফ্রন্ট। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে সম্মিলিত সমন্বয় ফ্রন্ট, বায়রা সংবাদ সম্মেলনে এসব দাবি করে।

সংবাদ সম্মেলনে বায়রার একাংশের নেতারা সিন্ডিকেটের সঙ্গে জড়িত ২৫টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল ও বিচারের দাবি করেন।

সম্মিলিত সমন্বয় ফ্রন্ট (বায়রার একাংশ) অন্য দাবিগুলো হলো অবিলম্বে ২০২১ সালের ১৯ ডিসেম্বর শ্রমিক রপ্তানি নিয়ে মালয়েশিয়ার সঙ্গে যে সমঝোতা চুক্তি হয়েছে, সেই চুক্তি থেকে দেশের সার্বভৌমবিরোধী ধারা সংশোধন করতে হবে। বাংলাদেশ থেকে শ্রমিক রপ্তানিতে এফডব্লিউসিএমএস সফটওয়্যার ব্যবহার বন্ধ করতে হবে। ২ জুন, ২০২২ তারিখে যৌথ বৈঠকের গৃহীত এসওপি বাতিল বা সংশোধন করতে হবে। দূতাবাস, বিএমইটি ও মন্ত্রণালয়ে এফডব্লিউসিএমএসকে অফিস খোলার অনুমতি বাতিল করতে হবে।

এ ছাড়া আরও দাবি হলো সিন্ডিকেটের যেসব সদস্য মন্ত্রণালয়ের বিনা অনুমতিতে মালয়েশিয়ার জন্য কর্মী বাছাই ও মেডিকেল টেস্ট করেছে, তাদের লাইসেন্স স্থগিত করতে হবে। ২০১৬ সালে যে ১০টি সিন্ডিকেট করে মালয়েশিয়ায় শ্রমিক রপ্তানি করেছে, তদন্ত করে তাদের দ্বারা সংঘটিত অপরাধের বিচার করতে হবে।

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার