রাজধানীর পল্টনে (সচিবালয়ের সামনে) রিকশা থেকে পড়ে আল মাহমুদ (৪০) নামে এক সংবাদকর্মী নিহত হয়েছেন। তিনি দৈনিক সরেজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। হঠাৎ করে রিকশা থেকে পড়ে মাথায় আঘাত পান তিনি। অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. গোলাম হোসেন জানান, নিহত ব্যক্তি সচিবালয়ের ৪ নম্বর গেটের সামনের রাস্তায় রিকশা দিয়ে যাওয়ার সময় মাথা ঘুরে পড়ে যান। আমরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহতের সঙ্গে থাকা আইডি কার্ড থেকে তাঁর নাম-পরিচয় জানা যায়। তিনি দৈনিক সরেজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার ছিলেন। নিহতের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তাঁর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।