হোম > সারা দেশ > ঢাকা

খিলগাঁওয়ে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, আরোহী ৩ বন্ধু নিহত

ঢামেক প্রতিনিধি

রাজধানীর খিলগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলের তিন আরোহীর মৃত্যু হয়েছে। আজ শনিবার প্রথম প্রহরে খিলগাঁও ফ্লাইওভারের ঢালে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত তিনজন বন্ধু, সবার বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলায়। তাঁরা হলেন মৃত আনিসুর রহমানের ছেলে মেহেদী হাসান (২৮), নুরুল ইসলামের ছেলে জজ মিয়া (৩৬) ও আরেক নুরুল ইসলামের ছেলে আল আমিন (৩৪)।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মুমূর্ষু অবস্থায় পথচারীরা এই তিন জনকে হাসপাতালে আনার পর রাত সাড়ে ৪টার দিকে জরুরি বিভাগের চিকিৎসেকরা তাঁদের মৃত ঘোষণা করেন। তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে তিনি জানান।

ঘটনার বিষয়ে খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন আজকের পত্রিকাকে বলেন, রাতে খিলগাঁও ফ্লাইওভারের ঢালে মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে ট্রাকটি পালিয়ে যায়। সেটিকে শনাক্তের চেষ্টা চলছে।

নিহতদের মধ্যে আল আমিন মুগদার ঝিলপাড় এলাকায় থেকে দুধের ফার্মে কাজ করতেন বলে জানান তাঁর বোন ফাতেমা আক্তার। রাতে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়েছিলেন তাঁর ভাই। আর মেহেদী উত্তর মুগদা এলাকায় চালের ব্যবসা করতেন বলে তাঁর চাচা মো. সালাউদ্দিন জানান। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘শুনেছি রাতে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়েছিল। খিলগাঁও ফ্লাইওভারের ঢালে একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মেহেদীসহ তিন বন্ধু মারা যায়।’

নিহত জজ মিয়ার ছোট ভাইয়ের স্ত্রী নওরীন আক্তার জানান, তাঁদের বাসা দক্ষিণ মুগদার সাত নম্বর গলিতে। জজ মিয়া একটি প্রেসে কাজ করতেন।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক