হোম > সারা দেশ > ঢাকা

খিলগাঁওয়ে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, আরোহী ৩ বন্ধু নিহত

ঢামেক প্রতিনিধি

রাজধানীর খিলগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলের তিন আরোহীর মৃত্যু হয়েছে। আজ শনিবার প্রথম প্রহরে খিলগাঁও ফ্লাইওভারের ঢালে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত তিনজন বন্ধু, সবার বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলায়। তাঁরা হলেন মৃত আনিসুর রহমানের ছেলে মেহেদী হাসান (২৮), নুরুল ইসলামের ছেলে জজ মিয়া (৩৬) ও আরেক নুরুল ইসলামের ছেলে আল আমিন (৩৪)।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মুমূর্ষু অবস্থায় পথচারীরা এই তিন জনকে হাসপাতালে আনার পর রাত সাড়ে ৪টার দিকে জরুরি বিভাগের চিকিৎসেকরা তাঁদের মৃত ঘোষণা করেন। তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে তিনি জানান।

ঘটনার বিষয়ে খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন আজকের পত্রিকাকে বলেন, রাতে খিলগাঁও ফ্লাইওভারের ঢালে মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে ট্রাকটি পালিয়ে যায়। সেটিকে শনাক্তের চেষ্টা চলছে।

নিহতদের মধ্যে আল আমিন মুগদার ঝিলপাড় এলাকায় থেকে দুধের ফার্মে কাজ করতেন বলে জানান তাঁর বোন ফাতেমা আক্তার। রাতে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়েছিলেন তাঁর ভাই। আর মেহেদী উত্তর মুগদা এলাকায় চালের ব্যবসা করতেন বলে তাঁর চাচা মো. সালাউদ্দিন জানান। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘শুনেছি রাতে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়েছিল। খিলগাঁও ফ্লাইওভারের ঢালে একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মেহেদীসহ তিন বন্ধু মারা যায়।’

নিহত জজ মিয়ার ছোট ভাইয়ের স্ত্রী নওরীন আক্তার জানান, তাঁদের বাসা দক্ষিণ মুগদার সাত নম্বর গলিতে। জজ মিয়া একটি প্রেসে কাজ করতেন।

রায়েরবাজারে দাফন করা ১১৪ জনের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত, পরিবারের কাছে হস্তান্তর ‎

জাবির আবাসিক হল থেকে ২০ বোতল বিদেশি মদ জব্দ

‘মার্চ ফর ইনসাফ’ চালিয়ে যাবে ইনকিলাব মঞ্চ

মাদুরোর মুক্তির দাবিতে মার্কিন দূতাবাস ঘেরাওয়ের ডাক গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

জীবন বাঁচাতে ডোবায় ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হয়নি খোকনের

উড়ালসড়কে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

বসুন্ধরায় আইনজীবী হত্যার প্রতিবাদে মানববন্ধন

শীতের সকালে গুলশানের মাদ্রাসায় নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢেলে নির্যাতন

সেই আবেদ আলীর সহযোগী জাকারিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও সচিবালয় এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ