হোম > সারা দেশ > ঢাকা

খিলগাঁওয়ে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, আরোহী ৩ বন্ধু নিহত

ঢামেক প্রতিনিধি

রাজধানীর খিলগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলের তিন আরোহীর মৃত্যু হয়েছে। আজ শনিবার প্রথম প্রহরে খিলগাঁও ফ্লাইওভারের ঢালে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত তিনজন বন্ধু, সবার বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলায়। তাঁরা হলেন মৃত আনিসুর রহমানের ছেলে মেহেদী হাসান (২৮), নুরুল ইসলামের ছেলে জজ মিয়া (৩৬) ও আরেক নুরুল ইসলামের ছেলে আল আমিন (৩৪)।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মুমূর্ষু অবস্থায় পথচারীরা এই তিন জনকে হাসপাতালে আনার পর রাত সাড়ে ৪টার দিকে জরুরি বিভাগের চিকিৎসেকরা তাঁদের মৃত ঘোষণা করেন। তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে তিনি জানান।

ঘটনার বিষয়ে খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন আজকের পত্রিকাকে বলেন, রাতে খিলগাঁও ফ্লাইওভারের ঢালে মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে ট্রাকটি পালিয়ে যায়। সেটিকে শনাক্তের চেষ্টা চলছে।

নিহতদের মধ্যে আল আমিন মুগদার ঝিলপাড় এলাকায় থেকে দুধের ফার্মে কাজ করতেন বলে জানান তাঁর বোন ফাতেমা আক্তার। রাতে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়েছিলেন তাঁর ভাই। আর মেহেদী উত্তর মুগদা এলাকায় চালের ব্যবসা করতেন বলে তাঁর চাচা মো. সালাউদ্দিন জানান। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘শুনেছি রাতে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়েছিল। খিলগাঁও ফ্লাইওভারের ঢালে একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মেহেদীসহ তিন বন্ধু মারা যায়।’

নিহত জজ মিয়ার ছোট ভাইয়ের স্ত্রী নওরীন আক্তার জানান, তাঁদের বাসা দক্ষিণ মুগদার সাত নম্বর গলিতে। জজ মিয়া একটি প্রেসে কাজ করতেন।

ভেনেজুয়েলা তেলশিল্পকে রাষ্ট্রীয়করণ করায় যুক্তরাষ্ট্রের হামলা: উদীচী

বুয়েটের নকশা করা ব্যাটারি রিকশা ঢাকার যে দুটি এলাকায় চলাচলের অনুমতি পেল

মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন তাসনিম জারা

হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিও বার্তা পরীক্ষা-নিরীক্ষা চলছে: ডিএমপি কমিশনার

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা