হোম > সারা দেশ > ঢাকা

ফিলিস্তিনে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে মূকাভিনয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফিলিস্তিনের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলা ও চরম নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন, মূকাভিনয় প্রদর্শন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকার শ্যামলী পার্কে এশিয়ান পিপলস্ মুভমেন্ট অন ডেট অ্যান্ড ডেভেলপমেন্ট (এপিএমডিডি) ’র উদ্যোগে
এসব কর্মসূচির আয়োজন করা হয়।

প্রতিবাদ কর্মসূচি শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইম অ্যাকশনের শিল্পীরা ফিলিস্তিন দখলের বিষয়টি মূকাভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলে। এই আয়োজনে পরিবেশ কর্মীদের পাশাপাশি স্থানীয় লোকজন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। 

ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল বলেন, জলবায়ু পরিবর্তনের পক্ষের শক্তিরা সব সময় পৃথিবীর মুক্তিকামী ও নির্যাতিত জনসাধারণের সঙ্গে ছিল। তারই ধারাবাহিকতায় ইসরায়েল কর্তৃক গত কয়েক দশক ধরে ফিলিস্তিনির সাধারণ মানুষের ওপর সিস্টেম্যাটিক জাতিগত নির্মূলের যে নীল নকশা বাস্তবায়ন হচ্ছে তার সবচেয়ে জঘন্যতম আচরণ প্রকাশ হচ্ছে চলমান হামলার ফলে। হাজার হাজার শিশু ও নারীদের মেরে ফেলা হচ্ছে সকলের সামনে। প্রজন্ম ধরে প্রজন্ম চলে আসা এই বর্বরতার আমরা শেষ দেখতে চাই। 

প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র, সেন্টার ফর পারটিসিপেটরি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রতিনিধি আল ইমরান, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও অ্যাকুয়া কালচার বিভাগের চেয়ারম্যান মীর মোহাম্মদ আলী, এনভায়রনমেন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অলটারনেটিভের সাধারণ সম্পাদক মনির হোসেন, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর চেয়ারম্যান ইবনুল সাইদ রানা, রিভার বাংলার সম্পাদক ফয়সাল আহমেদ প্রমুখ।

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণে এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিকের মৃত্যু

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার