হোম > সারা দেশ > মাদারীপুর

কোটা আন্দোলনে নিহত ও আহতদের পরিবারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: ফাওজুল কবির 

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

কোটা সংস্কার আন্দোলনে নিহত এবং আহতদের পরিবারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

আজ শনিবার সন্ধ্যায় মাদারীপুর জেলার শিবচরের পদ্মা রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, আন্দোলনে যারা মারা গেছেন, আহত হয়েছেন, তাদের জন্য প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটা ফাউন্ডেশন গঠন করা হয়েছে। নিহত পরিবার, যারা অসুস্থ রয়েছে তাদের প্রতি আমাদের সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার রয়েছে। আমরা অসুস্থ প্রত্যেকের চিকিৎসাসহ সবার পাশে রয়েছি। এমনকি আমরা ব্যক্তিগত একটা ফান্ড থেকে আগামীকাল রোববার এক নিহত পরিবারকে ৫০ লাখ টাকা দিচ্ছি। এভাবে প্রত্যেকটি নিহত পরিবারকেই দেখা হবে।

দুর্নীতি প্রসঙ্গে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ‘এই সরকারের বয়স ২০ দিন। আমার বয়স আরও কম। আমাদের আরেকটু সময় দেন। এখানে কোনো দুর্নীতি হবে না। হঠাৎ করেই তো দুর্নীতি পুরোপুরি বন্ধ করা যায় না। তবে আমরা এমন সব ব্যবস্থা গ্রহণ করছি, যাতে করে দুর্নীতি কমে যায়।’

এ সময় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, শরীয়তপুর জেলা প্রশাসক মুহাম্মাদ নিজাম উদ্দীন আহম্মেদ, শরিয়তপুর জেলা পুলিশ সুপার মো. মাহাবুবুল আলম পিপিএম, জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) সাদিয়া ইসলাম লুনা, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আবদুল্লাহ আল মামুনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির