হোম > সারা দেশ > টাঙ্গাইল

সাংবাদিকের কুশপুতুল পোড়ানোর প্রতিবাদে মৌন মিছিল

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক প্রথম আলোর স্থানীয় প্রতিনিধি ইকবাল গফুরের কুশপুতুল পোড়ানোর প্রতিবাদে মৌন মিছিল করেছেন সাংবাদিকেরা। আজ রোববার বিকেল ৬টায় সখীপুর প্রেসক্লাবের সাংবাদিকেরা এ মৌন মিছিলের আয়োজন করে।

জানা যায়, গতকাল শনিবার ‘শিক্ষকদের টাকায় সংবর্ধনা’ শিরোনামে দৈনিক প্রথম আলোতে প্রকাশিত এক সংবাদে বলা হয়—টাঙ্গাইলের সখীপুরে ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তিতে বিশেষ ভূমিকা রাখার কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা টাঙ্গাইল–৮ আসনের সংসদকে গণসংবর্ধনা দিচ্ছেন। তবে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা স্বতঃস্ফূর্তভাবে তাঁকে সংবর্ধনা দিচ্ছেন না, বরং স্থানীয় আওয়ামী লীগ নেতাদের চাপে এ সংবর্ধনা দেওয়া হচ্ছে। আরও বলা হয়, গণসংবর্ধনার খরচ নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা নিজেরাই চাঁদা তুলে বহন করছেন।

এ প্রতিবেদন প্রকাশের পর ওই সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী ও স্থানীয় আওয়ামী, যুবলীগ নেতারা ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ সমাবেশ করে। এ সময় তাঁরা প্রথম আলোর সখীপুর প্রতিনিধি ইকবাল গফুরের কুশপুতুল পোড়ান।

পরে এই ঘটনার প্রতিবাদে রোববার বিকেলে সখীপুর প্রেসক্লাবে জরুরি সভার আয়োজন করেন সাংবাদিকেরা। সভায় প্রেসক্লাব সভাপতির কুশপুতুল পোড়ানোর প্রতিবাদে মৌন মিছিল করা হয়। মিছিলটি সখীপুর প্রেসক্লাব থেকে বের হয়ে মোখতার ফোয়ারা চত্বর ও থানা গেট প্রদক্ষিণ করে।

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার