হোম > সারা দেশ > ঢাকা

ওএসডি হলেন ভিকারুননিসার অধ্যক্ষ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহারকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। অবসর পরবর্তী ছুটি (পিআরএল) ভোগের জন্য তাকে ওএসডি হয়েছে।

গতকাল মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (সরকারি কলেজ শাখা-২) কাজি মো. আবদুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপণ থেকে এ তথ্য জানা যায়। 

এতে বলা হয়, পিআরএল গমনের সুবিধার্থে পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত তাকে বদলি/পদায়ন করা হলো।

এর আগে গত ২৮ মার্চ ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহার ও অযোগ্য ঘোষিত শিক্ষক প্রতিনিধি ড. ফারহানা খানমের আর্থিক অনিয়ম ও দুর্নীতির তদন্তের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। এতে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-৭ (প্রতিকল্প) মোহাম্মদ রফিকুল আলম। 

এতে বলা হয়, ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহার এবং শিক্ষক প্রতিনিধি ড. ফারহানা খানমের বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার এবং ব্যাপক আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করা হয়েছে। এতে আরও বলা হয়, বর্ণিত বিষয়ে তদন্ত করে ২৮ এপ্রিলের মধ্যে কার্যালয়ে প্রতিবেদন পাঠানোর জন্য অনুরোধ করা হলো। 

অপর এক চিঠিতে দেখা যায়, অডিট আপত্তি থাকায় অধ্যক্ষ কামরুন নাহারকে ১৭ লাখ ৬৪ হাজার ৩২০ টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্সের কার্যালয়।

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯