হোম > সারা দেশ > ঢাকা

ওএসডি হলেন ভিকারুননিসার অধ্যক্ষ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহারকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। অবসর পরবর্তী ছুটি (পিআরএল) ভোগের জন্য তাকে ওএসডি হয়েছে।

গতকাল মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (সরকারি কলেজ শাখা-২) কাজি মো. আবদুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপণ থেকে এ তথ্য জানা যায়। 

এতে বলা হয়, পিআরএল গমনের সুবিধার্থে পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত তাকে বদলি/পদায়ন করা হলো।

এর আগে গত ২৮ মার্চ ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহার ও অযোগ্য ঘোষিত শিক্ষক প্রতিনিধি ড. ফারহানা খানমের আর্থিক অনিয়ম ও দুর্নীতির তদন্তের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। এতে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-৭ (প্রতিকল্প) মোহাম্মদ রফিকুল আলম। 

এতে বলা হয়, ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহার এবং শিক্ষক প্রতিনিধি ড. ফারহানা খানমের বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার এবং ব্যাপক আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করা হয়েছে। এতে আরও বলা হয়, বর্ণিত বিষয়ে তদন্ত করে ২৮ এপ্রিলের মধ্যে কার্যালয়ে প্রতিবেদন পাঠানোর জন্য অনুরোধ করা হলো। 

অপর এক চিঠিতে দেখা যায়, অডিট আপত্তি থাকায় অধ্যক্ষ কামরুন নাহারকে ১৭ লাখ ৬৪ হাজার ৩২০ টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্সের কার্যালয়।

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩