কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বিদ্যুতায়িত হয়ে সাগর আহমেদ (২১) নামে নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার পুমদী ইউনিয়নের বিলচাতল গ্রামে এ ঘটনা ঘটে। সাগর হোসেনপুর পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের কাইছমা গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিলচাতল গ্রামে নির্মাণাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পানি সরবরাহের কাজ করতে যান সাগর। এ সময় বিদ্যুতায়িত হয়ে তিনি আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হোসেনপুর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হোসেনপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আবুল হোসেন ফারুক বিদ্যুতায়িত হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।