গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাত এক গাড়িচাপায় পথচারী এক কিশোর নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার এমসি বাজার বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম মো. নয়ন মিয়া (১৭)। সে সুনামগঞ্জের সদর উপজেলার বৈশারপাড় গ্রামের মো. কামাল হোসেনের ছেলে।
নিহতের ভগ্নিপতি মোক্তার হোসেন বলেন, ‘দুই দিন আগে আমার শ্যালক আমার বাসায় বেড়াতে আসে। আজ সকালে নাশতা করে বিমানবন্দরে একটি কাজে যাওয়ার জন্য শ্যালককে নিয়ে রওনা হই। হঠাৎ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দেয়। গাড়িচাপায় তার মাথার মগজ বের হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।’