হোম > সারা দেশ > গাজীপুর

শীতলক্ষ্যা নদীতে ভাসছিল অজ্ঞাতনামা ব্যক্তির লাশ

গাজীপুরের শ্রীপুরের শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহটি শীতলক্ষ্যা নদী দিয়ে ভেসে যাওয়ার সময় স্থানীয়রা দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ ফোন করে পুলিশকে জানায়।

আজ বৃহস্পতিবার রাত নয়টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের বরমা গ্রামের জেলেপাড়া এলাকা ঘেঁষা শীতলক্ষ্যা নদী থেকে লাশটি উদ্ধার করে শ্রীপুর পুলিশ।

স্থানীয় বাসিন্দা মোজাম্মেল হক বলেন, বিকেলের দিকে শীতলক্ষ্যা নদী দিয়ে মৃতদেহটি ভেসে যাওয়ার সময় স্থানীয়রা দেখতে পায়। এরপর বাঁশ দিয়ে একটি প্রতিবন্ধকতা তৈরি করে মৃতদেহটি আটকিয়ে পুলিশকে খবর দেওয়া হয়। এরপর পুলিশ এসে রাতে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় কেউ তাঁকে চিনতে পারেননি।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) অসিম মন্ডল আজকের পত্রিকাকে বলেন, জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ ফোন পেয়ে শীতলক্ষ্যা নদীর তীর থেকে ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তির পড়নে ছিল কালো রঙের শার্ট ও ফুল প্যান্ট।

মৃতদেহটি মুসলিম ব্যক্তির বলে জানান তিনি। তাঁর আনুমানিক বয়স ৪৫ বছর।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম আজকের পত্রিকাকে বলেন, ধারণা করা হচ্ছে, পানির স্রোতে মৃতদেহটি বহু দূর থেকে এসেছে। তিনি পানিতে ডুবে মারা গেছে, নাকি কোনো ভাবে খুন হয়েছে এ বিষয়ে এখনই বলা যাচ্ছে না।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। তাঁর পরিচয় শনাক্তের কাজ চলছে। মৃতদেহের ময়নাতদন্তের জন্য সুরতহাল প্রতিবেদন তৈরি হচ্ছে।

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত