হোম > সারা দেশ > গাজীপুর

শীতলক্ষ্যা নদীতে ভাসছিল অজ্ঞাতনামা ব্যক্তির লাশ

গাজীপুরের শ্রীপুরের শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহটি শীতলক্ষ্যা নদী দিয়ে ভেসে যাওয়ার সময় স্থানীয়রা দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ ফোন করে পুলিশকে জানায়।

আজ বৃহস্পতিবার রাত নয়টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের বরমা গ্রামের জেলেপাড়া এলাকা ঘেঁষা শীতলক্ষ্যা নদী থেকে লাশটি উদ্ধার করে শ্রীপুর পুলিশ।

স্থানীয় বাসিন্দা মোজাম্মেল হক বলেন, বিকেলের দিকে শীতলক্ষ্যা নদী দিয়ে মৃতদেহটি ভেসে যাওয়ার সময় স্থানীয়রা দেখতে পায়। এরপর বাঁশ দিয়ে একটি প্রতিবন্ধকতা তৈরি করে মৃতদেহটি আটকিয়ে পুলিশকে খবর দেওয়া হয়। এরপর পুলিশ এসে রাতে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় কেউ তাঁকে চিনতে পারেননি।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) অসিম মন্ডল আজকের পত্রিকাকে বলেন, জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ ফোন পেয়ে শীতলক্ষ্যা নদীর তীর থেকে ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তির পড়নে ছিল কালো রঙের শার্ট ও ফুল প্যান্ট।

মৃতদেহটি মুসলিম ব্যক্তির বলে জানান তিনি। তাঁর আনুমানিক বয়স ৪৫ বছর।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম আজকের পত্রিকাকে বলেন, ধারণা করা হচ্ছে, পানির স্রোতে মৃতদেহটি বহু দূর থেকে এসেছে। তিনি পানিতে ডুবে মারা গেছে, নাকি কোনো ভাবে খুন হয়েছে এ বিষয়ে এখনই বলা যাচ্ছে না।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। তাঁর পরিচয় শনাক্তের কাজ চলছে। মৃতদেহের ময়নাতদন্তের জন্য সুরতহাল প্রতিবেদন তৈরি হচ্ছে।

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ