হোম > সারা দেশ > ঢাকা

বিমানবন্দরের অবকাঠামো সীমাবদ্ধতা যাত্রী সেবায় বড় বাধা: বিমান প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অবকাঠামো সীমাবদ্ধতা যাত্রী সেবায় বড় বাধা বলে মনে করছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। আজ সোমবার বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে বিমান প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন। তিনি বলেন, অবকাঠামোর সীমাবদ্ধতার কারণে এখন হয়তো ভালো মানের যাত্রী সেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। টার্মিনালের কাজ শেষ হলে আমরা বিশ্বমানের যাত্রী সেবা নিশ্চিত করতে চেষ্টা করবো।

তৃতীয় টার্মিনাল আগামী বছর সেপ্টেম্বরে উদ্বোধন করা হবে জানিয়ে বিমান প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা আমাদের বিমানবন্দরকে এমনভাবে সাজাবো, যাতে যেকোনো পর্যটক বা বিদেশি অতিথি দেশে আসলে অনুধাবন করতে পারে বাংলাদেশের অগ্রগতির চিত্র। এখন পর্যন্ত টার্মিনালের কাজের অগ্রগতি হয়েছে ৩৪ শতাংশ। প্রত্যাশিত কাজের চেয়ে ১ দশমিক ৯ শতাংশ কাজ বেশি হয়েছে। আগামী বছর সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে আমরা উদ্বোধন করতে পারব।’

মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশের গন্তব্যে উচ্চ বিমানভাড়ার বিষয়ে বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, ‘এয়ারলাইনসগুলোর সঙ্গে বসে বিষয়টি আলোচনা করা হয়েছে। টিকিটের উচ্চ মূল্যের সমস্যাটি ধীরে ধীরে কমে আসছে। এক মাসের মধ্যে আরও কমে আসবে।’ এ ছাড়া হজ মৌসুমেও বিমানভাড়া সহনশীল পর্যায়ে রাখার চেষ্টা করা হবে বলে জানান বিমান প্রতিমন্ত্রী।

শাহজালাল বিমানবন্দরে হাইস্পিড ট্যাক্সিওয়ের নির্মাণকাজ প্রসঙ্গে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, ‘ট্যাক্সিওয়ের কাজ দ্রুততার সঙ্গে সম্পন্ন হচ্ছে। তৃতীয় টার্মিনাল উদ্বোধন হলে এই বিমানবন্দরে অনেক উড়োজাহাজ আসবে। তবে বিমানবন্দরে রানওয়ে একটি। তাই উড়োজাহাজ রানওয়েতে থাকার স্থায়িত্ব যাতে কম হয়, দ্রুততার সঙ্গে যেন তা পার্ক করতে পারে, এ জন্য দুটি অতিরিক্ত হাইস্পিড ট্যাক্সিওয়ের নির্মাণকাজ হাতে নেওয়া হয়েছে। এই কাজ আগামী মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাবে।’ শাহজালাল বিমানবন্দরের নতুন রাডার স্থাপনের কাজ শুরু হয়ে গেছে বলেও জানান বেবিচক চেয়ারম্যান।

বিমানবন্দরের যাত্রী ভোগান্তির কথা জানতে চাইলে অ্যাভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘বছরে বছরে যাত্রী সংখ্যা বেড়েছে, সেই হিসেবে অবকাঠামো বাড়েনি। আরও আগে সরকারের থার্ড টার্মিনাল করার সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। তাহলে যাত্রীদের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছাত না। এখন যে অবকাঠামো রয়েছে, এর মাধ্যমে যাত্রী সেবার মান কীভাবে বাড়ানো যায় সে বিষয়ে নজর দিতে হবে।’

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি, গ্রহণযোগ্যতার শুনানি পিছিয়ে ১৫ জানুয়ারি

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান