হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সেই নিয়াজুলের অস্ত্রের লাইসেন্স বাতিল

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর দিকে অস্ত্র উঁচিয়ে তেড়ে যাওয়া নিয়াজুলের অস্ত্রের লাইসেন্স বাতিল করেছে জেলা প্রশাসন। গত ১৭ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল তাঁর অস্ত্রের লাইসেন্সটি বাতিল করলেও রোববার (১০ ডিসেম্বর) বিষয়টি জানাজানি হয়। 

রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক মাহমুদুল হক। নিয়াজুল ইসলাম নারায়ণগঞ্জ শহরের ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী বলে পরিচিত।

গত বছরের অক্টোবরে নিয়াজুল পুলিশের হেফাজতে থাকা অস্ত্রের লাইসেন্স নবায়নের জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করেন। তাঁর আবেদনের পর পুলিশের মতামত জানতে এসপি বরাবর চিঠি দেন তৎকালীন জেলা প্রশাসক। নিয়াজুলকে অস্ত্রের লাইসেন্স দেওয়ার বিষয়ে পুলিশের প্রতিবেদনে আপত্তি আসে। অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে সেই আশঙ্কার কথা তুলে ধরে পুলিশ। 

জেলা প্রশাসক গণমাধ্যমকে বলেন, ‘পুলিশের প্রতিবেদনের আলোকে নিয়াজুলের অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে।’ 

২০১৮ সালে নারায়ণগঞ্জ শহরে ফুটপাতে হকার বসানো নিয়ে আইভী ও শামীম ওসমান অনুসারীদের সংঘর্ষ হয়। সেসময় আইভীর কাছে অস্ত্র উঁচিয়ে তেড়ে যান নিয়াজুল। জবাবে আইভীর অনুসারীরা তাঁকে মারধর করে ও অস্ত্র ছিনিয়ে নেয়। ঘটনার নয় দিন পর সেই অস্ত্র সাধু পলের গির্জার সামনে থেকে উদ্ধার করে পুলিশ। সেই থেকে অস্ত্রটি সদর মডেল থানায় জব্দ রয়েছে।

আরও পড়ুন—

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা