হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে মন্দির পাহারায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা

কিশোরগঞ্জ প্রতিনিধি

দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে কিশোরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের মন্দির পাহারা দিচ্ছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। জেলা শহরের মন্দিরগুলোতে গতকাল সোমবার সন্ধ্যা থেকে সারা রাত পাহারায় ছিলেন তাঁরা। এশা ও ফজরের সময় মন্দিরের পাশেই খোলা জায়গায় জামাত আদায় করেন দলের কর্মীরা।

এ বিষয়ে জেলা জামায়াতের আমির অধ্যাপক রমজান আলী বলেন, ‘গতকাল সোমবার থেকে আমরা নেতা-কর্মীদের আশপাশের হিন্দু সম্প্রদায়ের লোকজনের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছি। তাঁদের মনে সাহস দিতে বলেছি। হিন্দু সম্প্রদায়ের লোকজনের পাশে জামায়াত রয়েছে। জামায়াত মনে করে, সংখ্যালঘু বলে দেশে কিছু নেই, সবাই দেশের নাগরিক। আজ শহরের সকল মন্দির পরিদর্শন করেছি। তাঁদের এই আশ্বাস দিচ্ছি যে, হিন্দু সম্প্রদায়ের লোকজনের পাশে আমরা রয়েছি। হিন্দু-মুসলিম আমরা সবাই ভাই ভাই, এ দেশেরই নাগরিক।’

এদিকে আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত শহরের বিভিন্ন মন্দির পরিদর্শন করেন জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলী। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জেলা সেক্রেটারি জেনারেল মাওলানা নাজমুল ইসলাম, জেলা জামায়াতের সাবেক অর্থ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, শহর জামায়াতের আমির আনোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি আবু নাঈম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক জেলা সভাপতি আনোয়ারুল হক, ছাত্রশিবির জেলা উত্তর শাখার সভাপতি শাহরিয়ার মাহমুদ শাকিল, সেক্রেটারি মোজাহিদ বিল্লাহ, অফিস সম্পাদক নেয়ামত উল্লাহ, অর্থ সম্পাদক ঈসা মিয়া প্রমুখ।

এ সময় জামায়াত-শিবিরের নেতারা মন্দিরের পুরোহিতদের আশ্বস্ত করেন যে, তাঁদের ওপর কেউ হামলা করতে পারবে না। জামায়াতে ইসলামী তাঁদের পাশে রয়েছে। গতকাল রাতের মতো আর মঙ্গলবার রাতেও তাঁরা মন্দির পাহারায় থাকবেন।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু