হোম > সারা দেশ > মানিকগঞ্জ

হরিরামপুরে অসুস্থ শকুন উদ্ধার, ডিসির হস্তক্ষেপে চিকিৎসার ব্যবস্থা

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি  

হরিরামপুরে উদ্ধার হওয়া শকুন। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মার পাড়ে জেগে ওঠা নতুন চর থেকে অসুস্থ একটি হিমালয়ান শকুন উদ্ধার করেছে স্থানীয়রা। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার বয়ড়া ইউনিয়নের দড়িকান্দি গ্রামসংলগ্ন পদ্মারপাড়ের চর থেকে অসুস্থ শকুনটিকে উদ্ধার করে স্থানীয় কয়েক যুবক।

অসুস্থ শকুনটি নিয়ে বিপাকে পড়েন উদ্ধারকারীরা। বিষয়টি জানতে পেরে পরিবেশবিষয়ক সংগঠন হরিরামপুর শ্যামল নিসর্গের সাধারণ সম্পাদক প্রণব পাল জেলা বন বিভাগ, বিভাগীয় বন কর্মকর্তা ও ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে মানিকগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ড. মনোয়ার হোসেন মোল্লা উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন।

শকুন উদ্ধারকারী দড়িকান্দি গ্রামের রাজিব বলেন, ‘আমরা তিনজন শকুনটি দড়িকান্দি পদ্মার চরে অসুস্থ অবস্থায় দেখে প্রেসক্লাবের সেক্রেটারি আবিদ ভাইয়ের কাছে দিই। তিনি জেলা প্রশাসককে জানিয়ে শকুনটির চিকিৎসায় সহযোগিতা চান।’

হরিরামপুরে উদ্ধার হওয়া শকুন। ছবি: সংগৃহীত

বন অধিদপ্তরের (অপরাধ দমন) পরিদর্শক নিগার সুলতানা বলেন, শকুনটি হিমালয়ান। কুয়াশায় দীর্ঘ সময় উড়তে গিয়ে ক্লান্ত হয়ে নিচে নেমে এসেছে। আজ সকাল ১০টার দিকে জেলার একজন বন কর্মকর্তা এটিকে উদ্ধার করতে হরিরামপুরে গেছেন।

মানিকগঞ্জ সদর উপজেলা বন কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, ‘আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হরিরামপুর উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে আমরা শকুনটি রেসকিউ করতে এসেছি। বুধবার রাতে বিষয়টি জানতে পেরে বিভাগীয় বন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেছিলাম। অধিদপ্তরে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক মনোয়ার হোসেন মোল্লা আজকের পত্রিকাকে বলেন, ‘বুধবার রাতে শকুন উদ্ধারের বিষয়ে জানার পর দ্রুত প্রাণিসম্পদ দপ্তরে যোগাযোগ করি। তারা শকুনটিকে প্রাথমিক চিকিৎসা দিয়েছে।’

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা