হোম > সারা দেশ > মানিকগঞ্জ

হরিরামপুরে অসুস্থ শকুন উদ্ধার, ডিসির হস্তক্ষেপে চিকিৎসার ব্যবস্থা

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি  

হরিরামপুরে উদ্ধার হওয়া শকুন। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মার পাড়ে জেগে ওঠা নতুন চর থেকে অসুস্থ একটি হিমালয়ান শকুন উদ্ধার করেছে স্থানীয়রা। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার বয়ড়া ইউনিয়নের দড়িকান্দি গ্রামসংলগ্ন পদ্মারপাড়ের চর থেকে অসুস্থ শকুনটিকে উদ্ধার করে স্থানীয় কয়েক যুবক।

অসুস্থ শকুনটি নিয়ে বিপাকে পড়েন উদ্ধারকারীরা। বিষয়টি জানতে পেরে পরিবেশবিষয়ক সংগঠন হরিরামপুর শ্যামল নিসর্গের সাধারণ সম্পাদক প্রণব পাল জেলা বন বিভাগ, বিভাগীয় বন কর্মকর্তা ও ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে মানিকগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ড. মনোয়ার হোসেন মোল্লা উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন।

শকুন উদ্ধারকারী দড়িকান্দি গ্রামের রাজিব বলেন, ‘আমরা তিনজন শকুনটি দড়িকান্দি পদ্মার চরে অসুস্থ অবস্থায় দেখে প্রেসক্লাবের সেক্রেটারি আবিদ ভাইয়ের কাছে দিই। তিনি জেলা প্রশাসককে জানিয়ে শকুনটির চিকিৎসায় সহযোগিতা চান।’

হরিরামপুরে উদ্ধার হওয়া শকুন। ছবি: সংগৃহীত

বন অধিদপ্তরের (অপরাধ দমন) পরিদর্শক নিগার সুলতানা বলেন, শকুনটি হিমালয়ান। কুয়াশায় দীর্ঘ সময় উড়তে গিয়ে ক্লান্ত হয়ে নিচে নেমে এসেছে। আজ সকাল ১০টার দিকে জেলার একজন বন কর্মকর্তা এটিকে উদ্ধার করতে হরিরামপুরে গেছেন।

মানিকগঞ্জ সদর উপজেলা বন কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, ‘আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হরিরামপুর উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে আমরা শকুনটি রেসকিউ করতে এসেছি। বুধবার রাতে বিষয়টি জানতে পেরে বিভাগীয় বন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেছিলাম। অধিদপ্তরে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক মনোয়ার হোসেন মোল্লা আজকের পত্রিকাকে বলেন, ‘বুধবার রাতে শকুন উদ্ধারের বিষয়ে জানার পর দ্রুত প্রাণিসম্পদ দপ্তরে যোগাযোগ করি। তারা শকুনটিকে প্রাথমিক চিকিৎসা দিয়েছে।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭