হোম > সারা দেশ > ঢাকা

শিক্ষার্থীদের মারধরের ভিডিও ধারণের সন্দেহে আজকের পত্রিকার প্রতিবেদককে হেনস্তা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর শাহবাগে হেনস্তার শিকার হয়েছেন আজকের পত্রিকার নিজস্ব প্রতিবেদক সাইফুল মাসুম। কোটা সংস্কার আন্দোলনকারীদের মারধরের ভিডিও ধারণ করছেন তিনি, এমন সন্দেহে তাঁর মোবাইল ফোন চেক করে হেনস্তা করা হয়।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। বিকেলে শাহবাগে আওয়ামী লীগের লোকজনের মারধরের শিকার হন কয়েকজন শিক্ষার্থী। মারধরের ভিডিও ধারণ করা হয়েছে সন্দেহে লাঠি হাতে হেলমেট পরিহিত কয়েকজন আজকের পত্রিকার এই প্রতিবেদককে ঘিরে ধরেন। মোবাইল চেক করা হয়। টিএসসি ও শহীদ মিনারে আন্দোলন হচ্ছে, শাহবাগে কেন জিজ্ঞাসা করে স্থান ত্যাগ করতে বলা হয়।

শাহবাগ জাদুঘরের সামনে দুপুর থেকে অবস্থান করছিলেন স্থানীয় কাউন্সিলর (ডিএসসিসি-২১) মোহাম্মদ আসাদুজ্জামানের নেতৃত্বে ২০-২৫ জন নেতা-কর্মী। ওই পথ ধরে যাওয়া শিক্ষার্থীদের সন্দেহ হলেই তাঁরা মোবাইল চেক করেন। আন্দোলনের সমর্থনে কিছু পেলেই শিক্ষার্থীদের মারধর করে কান ধরে ওঠবস করানো হয়। আওয়ামী লীগের লোকজনের হাতে মারধরের শিকার হওয়া একজন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী তাজিম আহমেদ খান। তাঁকে মারধরের পর কান ধরে ওঠবস করানো হয় এবং স্লোগান দিতে বলা হয়।

তাজিম আজকের পত্রিকাকে বলেন, তিনি কোটা সংস্কার আন্দোলনের সমর্থক। আন্দোলনে অংশ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে যাচ্ছিলেন। শাহবাগে আওয়ামী লীগের লোকজন তাঁর মোবাইল ছিনিয়ে নেন এবং মারধর করেন।

তাজিনের পর আরও কয়েকজন শিক্ষার্থীকে মারধর করতে দেখা যায়। আশপাশের উৎসাহী লোকজন যাঁরা মারধরের ভিডিও করছিলেন, তাঁদের মোবাইল ছিনিয়ে নিয়ে তা ডিলিট করে দেওয়া হয়।

মারধরের ঘটনার আগে কাউন্সিলর মোহাম্মদ আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এখানে অবস্থান নিয়েছি যাতে কেউ কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি করতে না পারে। জনমানুষের চলাচলে ভোগান্তি হয় এমন কোনো কর্মকাণ্ড আন্দোলনকারীরা করলে আমরা কঠোর হস্তে দমন করব। তারা যদি শান্তিপূর্ণ আন্দোলন করে তাহলে ভালো, নয়তো আমরা বিষয়টি দেখব।’

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯