হোম > সারা দেশ > ঢাকা

মেলায় যেতে বের হয়েছিল শিশুটি, ৩ দিন পর লাশ মিলল নদীতে

ঢামেক প্রতিনিধি

নিখোঁজের তিন দিন পর রাজধানীর খিলগাঁওয়ে বালু নদে থেকে ওসমান গনি স্বাধীন (৯) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। শিশুটি গত শুক্রবার বিকেলে পাশের এলাকায় একটি মেলায় যাবে বলে বাড়ি থেকে বের হয়েছিল। 

আজ সোমবার রাতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

ঢাকা অঞ্চলের ডেমরার রাজাখালী নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান জানান, খবর পেয়ে গতকাল সোমবার সন্ধ্যায় খিলগাঁও কায়েতপাড়া বাজারের উত্তর পাশে বালু নদের পানিতে ভাসমান অবস্থায় ওই মরদেহ উদ্ধার করা হয়।

এসআই আরও জানান, মরদেহটি আংশিক পচে ফুলে গেছে। এ জন্য মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন বাহ্যিকভাবে বোঝা যাচ্ছে না। তবে তার নাক-মুখ দিয়ে রক্ত নির্গত হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নাওরা গ্রামের দোকান মালিক মো. শাহিনের ছেলে স্বাধীন। নাওরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র সে।

তার বাবা জানান, শুক্রবার বিকেলে স্বাধীন বাসা থেকে বের হয় পাশের এলাকার একটি মেলায় যাবে বলে। তবে সন্ধ্যা হয়ে গেলেও সে বাসায় না ফেরায় তাকে খোঁজাখুঁজি শুরু হয়। কোথাও না পেয়ে ওই দিনই রূপগঞ্জ থানায় গিয়ে জিডি করেন। 

স্বাধীনের বাবা আরও জানান, পরদিন শনিবার সকালে মোবাইল ফোনে একটি কল আসে। ওই ব্যক্তি স্বাধীনকে কমলাপুর এলাকায় নামিয়ে রেখে এসেছে এবং তাকে ৮০০ টাকা দিলে স্বাধীনের সন্ধান দেবে বলে জানায়। তখন বাসার সবাই ওই ব্যক্তির কথায় রাজি হন। তবে শিশুটির বাবা গোপনে ওই নম্বর থানার পুলিশের কাছে দেয়। এর পর থেকেই নম্বরটি বন্ধ পাওয়া গেছে। তবে শনিবার দুপুরে তাঁরা নিজেরাই কমলাপুর এলাকায় গিয়ে স্বাধীনকে খোঁজাখুঁজি করেন। সর্বশেষ সোমবার সন্ধ্যায় পুলিশের মাধ্যমে খবর পান, বালু নদ থেকে স্বাধীনের লাশ উদ্ধার হয়েছে।

শাহিন জানান, তাঁর সঙ্গে এলাকার কারও কোনো দ্বন্দ্ব নেই।

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে