রাজধানীর উত্তরায় বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খেতে গিয়ে মোবাইল খোয়ালেন ঢাকা-১৮ আসনের সাংসদ আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান। গতকাল শুক্রবার রাতে উত্তরা ১১ নম্বর সেক্টরের জমজম টাওয়ারের পার্টি সেন্টারে এ ঘটনা ঘটে। আজ শনিবার একাধিক সূত্র আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, উত্তরার ব্যবসায়ী শরীফ লিয়াকত হোসেন ওরফে দিপুর ছেলে স্বাধীনের বিয়ের অনুষ্ঠান ছিল জমজম টাওয়ারে। পরবর্তী সময়ে আমন্ত্রিত অতিথি হিসেবে সাংসদ হাবিব হাসান গেলে তাঁর মোবাইলটি খোয়া যায়।
ব্যবসায়ী শরীফ লিয়াকত হোসেন ওরফে দিপু আজকের পত্রিকাকে বলেন, এমপি হাবিব হাসান দাওয়াতে এসেছেলিন। পরে অনুষ্ঠান থেকে ফিরে যাওয়ার সময় লিফটের কাছে গিয়ে দেখতে পান তাঁর মোবাইলটি নেই। খোঁজাখুঁজি করেও মোবাইলটি পাওয়া যায়নি। কেউ না কেউ চুরি করে মোবাইলটি নিয়ে গেছে।
অপরদিকে উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (অপারেশন) পার্থ আজকের পত্রিকাকে বলেন, এমপির মোবাইল চুরির ঘটনায় উত্তরা পশ্চিম থানায় কোনো জিডি বা অভিযোগ করা হয়েছে কি না, জানা নেই।
এ বিষয়ে জানতে সাংসদ আলহাজ হাবিব হাসানের মুঠোফোনে যোগাযোগ করা হলে উত্তরার রাজলক্ষ্মী মার্কেটের মোবাইলের দোকানদার রানা ফোনটি রিসিভ করেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘কাকার (এমপি) আগের মোবাইল ফোনটি চুরি হয়ে গেছে। তিনি আরেকটি নতুন মোবাইল কিনেছেন। ওই মোবাইলের গ্লাস (প্রটেক্টর) লাগানো হচ্ছে।’