হোম > সারা দেশ > মাদারীপুর

শিবচরে এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১০

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়েতে আনন্দ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এ সময় বাসের কমপক্ষে ১০ যাত্রী আহত হয়েছে। আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে উপজেলার পাঁচ্চর এলাকার মোল্লার বাজার নামক স্থানে এক্সপ্রেসওয়ের ভাঙ্গাগামী লেনে দুর্ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। 

শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ হেল বাকী আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। বাসটির কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।’

জানা গেছে, ঢাকা থেকে শিবচরের শেখপুরের উদ্দেশে আসা আনন্দ পরিবহনের বাসটি এক্সপ্রেসওয়ের পাঁচ্চর এলাকার মোল্লার বাজার স্থানে এলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় বাসের কমপক্ষে ১০ জন যাত্রী আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। আহতদের উদ্ধারসহ মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

দুর্ঘটনাকবলিত বাসের যাত্রী মাহাবুব বলেন,‘পদ্মা সেতু পার হওয়ার পর আমরা বাসের গতি কমাতে বারবার চালককে বলছিলাম। কারণ, বৃষ্টি হচ্ছিল। কিন্তু চালক গাড়ির গতি কমায়নি। হঠাৎ করে আমাদের গাড়িটির সামনে ছোট একটি গাড়ি ছিল, যেটা আস্তে চলছিল। আমাদের বাসটি ওভারটেক করতে গিয়ে উল্টে খাদে পড়ে যায়। ভাগ্য ভালো যাত্রীরা প্রাণে বেঁচেছেন এবং মারাত্মকভাবে আহত হননি।’

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা