হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে ইউপি চেয়ারম্যানের ভুয়া প্রকল্প দেখিয়ে বিল তোলার প্রমাণ পেল দুদক

গাজীপুরের শ্রীপুর উপজেলার ৬ নম্বর বরমী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে ভুয়া প্রকল্প দেখিয়ে বিল উত্তোলনের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের গাজীপুর শাখার একটি দলের অভিযানে এ প্রমাণ পাওয়া যায়।

গতকাল বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

দুদকের সমন্বিত গাজীপুর কার্যালয়ের উপপরিচালক মোজাহার আলী সরদার মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, বরমী ইউপি চেয়ারম্যান রাস্তা নির্মাণের ভুয়া প্রকল্প দেখিয়ে বিল তুলে নেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক তদন্ত শুরু করে। তদন্তে ঘটনার সত্যতা পেয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য প্রাথমিক তদন্ত প্রতিবেদন দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে।

মোজাহার আলী সরদার আরও বলেন, ‘এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগ আরেকটি তদন্ত করছে। ওই তদন্তের জন্য আমরা সব কাগজপত্র হাতে পাইনি। স্থানীয় সরকার বিভাগ ওই সব কাগজপত্র জমা দেওয়ার পর এ বিষয়ে ব্যবস্থা নিতে চুড়ান্ত রিপোর্ট পাঠানো হবে।’

উল্লেখ্য, ২০২২ সালের ১৩ এপ্রিল বরমী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ৮টি পাকা রাস্তার ভুয়া প্রকল্প দেখিয়ে ৫০ লাখ টাকা তোলার অভিযোগ ওঠে ইউপি চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে। এ নিয়ে সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট দপ্তর তদন্ত শুরু করে। এ অভিযোগের পর ইউনিয়ন পরিষদের ৭ ইউপি সদস্য চেয়ারম্যানের প্রতি অনাস্থা দেন।

ডেইলি স্টারে লুটপাট-অগ্নিসংযোগের ঘটনায় ৩৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা

ঢামেকে তরুণীর লাশ ফেলে পালালেন ‘স্বামী’

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে