হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ এক শিশুর মৃত্যু

ঢামেক প্রতিবেদক

গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের ঘটনায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন তায়েবা (৩) নামে এক শিশু মারা গেছে। এ নিয়ে এ পর্যন্ত এই ঘটনায় তিনজন মারা গেল। 

আজ শনিবার রাত পৌনে ৮টার দিকে বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে মারা যায় শিশুটি। শিশু তায়েবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম। 

ডা. তরিকুল বলেন, গাজীপুরের ঘটনায় রাতে ইনস্টিটিউটের আইসিইউতে তায়েবা (৩) নামে এক শিশু মারা গেছে। তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। 

শনিবার সকালে মনসুর নামে একজন আইসিইউতে একজন মারা যায়। তার শরীরের শতভাগ দগ্ধ হয়েছিল। গতকাল শুক্রবার সকালে সোলায়মান মোল্লা (৪৫) নামে একজন মারা যায়। এই ঘটনায় আজিজুল নামে একজনকে ছুটি দেওয়া হয়েছে। বর্তমানে ২৯ জন ভর্তি আছে। 

তায়েবার চাচা মো. আসাদ বলেন, তাদের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়ি উপজেলায়। গাজীপুরে সজল সুমাইয়া দম্পতির মেয়ে তায়েবা। এই ঘটনায় তায়েবার বড় ভাই তাওহিদ (৭) দগ্ধ অবস্থায় ভর্তি আছে। তায়েবার বাবা মো. সজল গাড়ি চালক। মা সুমাইয়া আক্তার গৃহিনী। ঘটনার সময় দুই ভাইবোন রাস্তায় খেলছিল। তখনই গ্যাসের আগুনে দগ্ধ হয়।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট