হোম > সারা দেশ > টাঙ্গাইল

টাঙ্গাইল-২: ভোট গ্রহণ পর্যবেক্ষণ করবেন ভারতের ডেপুটি নির্বাচন কমিশনার

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক হিসেবে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের নির্বাচন পর্যবেক্ষণ করতে আসছেন ভারতের নির্বাচন কমিশনের সিনিয়র ডেপুটি কমিশনার ধর্মেন্দ্র শর্মা। গত বুধবার (৩ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব শেখ মো. ফয়সাল মোস্তফা আমিনের স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা যায়। 

ভারতীয় নির্বাচন পর্যবেক্ষক দলের নেতা হিসেবে তাঁর সঙ্গে আরও থাকছেন ভারতের নির্বাচন কমিশনার ডিরেক্টর জেনারেল নারায়ণ বালা সুব্রামানিয়ান ও প্রিন্সিপাল সেক্রেটারি মোহাম্মদ উমর। 

আজ শনিবার নাম প্রকাশে অনিচ্ছুক টাঙ্গাইল জেলা প্রশাসকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। 

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মো. শাহ আলম খোকন আজকের পত্রিকাকে বলেন, ‘ভারতের সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার ধর্মেন্দ্র শর্মা যাবেন টাঙ্গাইল জেলায়। আর নারায়ণ বালা সুব্রামানিয়ান চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলা এবং মোহাম্মদ উমর পরিদর্শন করবেন খুলনা ও যশোর নির্বাচনী এলাকা। 

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ সফরকালে ধর্মেন্দ্র শর্মা টাঙ্গাইল-২ আসনের (গোপালপুর-ভূঞাপুর) নির্বাচন পর্যবেক্ষণ করার অভিপ্রায় ব্যক্ত করেছেন। তিনি আজ (৬ জানুয়ারি) টাঙ্গাইল পৌঁছান এবং ৭ জানুয়ারি নির্বাচন পর্যবেক্ষণ শেষে ঢাকা ফিরবেন।’ 

এদিকে গত বৃহস্পতিবার টাঙ্গাইল-২ আসনে স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী মো. ইউনুস ইসলাম তালুকদারের অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল মোর্শেদকে প্রত্যাহার করেছেন। তাঁর পরিবর্তে গাজীপুর জেলার ইন্সপেক্টর ইমদাদুল ইসলাম তৈয়বকে গোপালপুর থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

‎আরমানিটোলায় বহুতল ভবনে আগুন‎, ৪০ মিনিট পর নিয়ন্ত্রণে

ডেইলি স্টারে লুটপাট-অগ্নিসংযোগের ঘটনায় ৩৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা

ঢামেকে তরুণীর লাশ ফেলে পালালেন ‘স্বামী’

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১