হোম > সারা দেশ > গাজীপুর

নিবন্ধন ছাড়াই নেওয়া যাবে বুস্টার ডোজ 

করোনার বুস্টার ডোজ টিকা নিতে কোনো ধরনের নিবন্ধনের প্রয়োজন নেই। টিকা গ্রহণের জন্য খুব শিগগিরই সারা দেশে দ্বিতীয় ডোজ নেওয়া মানুষের কাছে এসএমএস চলে যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। আজ বুধবার সকালে এ কথা জানান তিনি। 

আজ সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের মুলাইদ গ্রামে অবস্থিত এক্সিকিউটিভ গ্রীনটেক্স কারখানার শ্রমিকদের করোনার টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। এ সময় তিনি বলেন, বুস্টার টিকার কোনো সংকট দেখা দেবে না। দেশে করোনার পর্যাপ্ত টিকা মজুত রয়েছে। এখানে শঙ্কিত হওয়ার কিছু নেই। গ্রাম পর্যায়েও টিকা নেওয়া মানুষ বুস্টার ডোজ পাবেন। নিবন্ধন ছাড়াই নেওয়া যাবে বুস্টার ডোজ টিকা। 

করোনা পরিস্থিতিতে লকডাউনের মধ্যে পোশাক কারখানা খুলে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর দূরদৃষ্টির কথা টেনে এনে ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টির কারণে ওই সময় কারখানা খুলে দেওয়ার সাহস পেয়েছি। সে জন্য বিশ্ববাজারে পোশাক কারখানা জীবিত রয়েছে।’ 

গাজীপুর সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান বলেন, ‘আমরা একটা মোদির দোকান নিয়ে বসেছি। এখানে যে ধরনের টিকা প্রয়োজন, সব ধরনের টিকা আমাদের মজুত রয়েছে।’

টিকাদান কর্মসূচি উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের ঢাকা বিভাগের পরিচালক ডা. বেলাল হোসেন, ন্যাশনাল নিউট্রিশন সার্ভিসের পরিচালক ডা. মোস্তাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস। 

উল্লেখ্য, ওই কারাখানার তিন হাজার শ্রমিককে অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ টিকা দেওয়া হয়।

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি