হোম > সারা দেশ > ঢাকা

মগবাজারে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

ঢামেক প্রতিনিধি

রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেট রেললাইনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন, যাঁর আনুমানিক বয়স ৪০ বছর। 

আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় হাতিরঝিল থানার পুলিশ তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুপুর ১২টার দিকে মৃত ঘোষণা করেন। 

হাতিরঝিল থানার উপপরিদর্শক আলমগীর হোসেন জানান, সকালে ওয়্যারলেস গেট এলাকায় রেললাইনে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন ওই ব্যক্তি। পরে কয়েকজন যুবক তাঁকে কমিউনিটি হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে সেখান থেকে ওই ব্যক্তিকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এসআই আরও জানান, অজ্ঞাত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া যুবকেরা জানিয়েছিলেন, ওই ব্যক্তি রেললাইনে বসে ছিলেন। এ সময় একটি ট্রেন আসতে দেখে তাঁকে অনেক ডাকাডাকি করা হয়। ওই ব্যক্তি ডাকাডাকি না শুনে রেললাইনেই বসে ছিলেন। পরে ট্রেন এসে সজোরে তাঁকে ধাক্কা দেয়। এতে মাথায় গুরুতর আঘাত পান তিনি। 

এসআই আরও জানান, মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। ওই ব্যক্তির পরনে ছিল কালো সোয়েটার ও চেক লুঙ্গি। পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। 

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১