হোম > সারা দেশ > মানিকগঞ্জ

সাটুরিয়ায় বাড়ি থেকে ৩ মাইল দূরের মাঠে পড়ে ছিল লাশ

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়ায় লোকমান হোসেন (৫০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার দীঘুলিয়া ইউনিয়নের দক্ষিণ দীঘুলিয়ার ফাঁকা মাঠ থেকে তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সাটুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) ইমাম আল মেহেদী এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, লোকমান হোসেন টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পাকুটিয়া ইউনিয়নের আউটপাড়া গ্রামের মৃত ফটিক আলীর ছেলে। তিনি কৃষিকাজের পাশাপাশি ঘটকালি করতেন বলে জানান নিহতের ছেলে মো. হাকিম। তিনি বলেন, তাঁর বাবা মাঝেমধ্যে রাতে বাড়ি ফিরতেন না। কিন্তু গতকাল রাতে বাড়ি ফেরেননি। আজ সকালে জানা যায়, বাড়ি থেকে তিন কিলোমিটার দূরের মাঠে তাঁকে হত্যা করা হয়েছে। কে বা কারা তাঁকে হত্যা করেছে তিনি তাদের বিচার দাবি করেন।

এ ব্যাপারে জানতে চাইলে সাটুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) ইমাম আল মেহেদী আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

রাজধানীর ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব