হোম > সারা দেশ > মানিকগঞ্জ

সাটুরিয়ায় বাড়ি থেকে ৩ মাইল দূরের মাঠে পড়ে ছিল লাশ

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়ায় লোকমান হোসেন (৫০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার দীঘুলিয়া ইউনিয়নের দক্ষিণ দীঘুলিয়ার ফাঁকা মাঠ থেকে তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সাটুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) ইমাম আল মেহেদী এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, লোকমান হোসেন টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পাকুটিয়া ইউনিয়নের আউটপাড়া গ্রামের মৃত ফটিক আলীর ছেলে। তিনি কৃষিকাজের পাশাপাশি ঘটকালি করতেন বলে জানান নিহতের ছেলে মো. হাকিম। তিনি বলেন, তাঁর বাবা মাঝেমধ্যে রাতে বাড়ি ফিরতেন না। কিন্তু গতকাল রাতে বাড়ি ফেরেননি। আজ সকালে জানা যায়, বাড়ি থেকে তিন কিলোমিটার দূরের মাঠে তাঁকে হত্যা করা হয়েছে। কে বা কারা তাঁকে হত্যা করেছে তিনি তাদের বিচার দাবি করেন।

এ ব্যাপারে জানতে চাইলে সাটুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) ইমাম আল মেহেদী আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের দোয়া

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

জবি ভিসির ভবন ঘেরাও করে রেখেছেন আস-সুন্নাহর মেধাবী প্রজেক্টের শিক্ষার্থীরা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ডে পেল পুলিশ

সাংবাদিক আনিস আলমগীরকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ