হোম > সারা দেশ > ঢাকা

হোলি আর্টিজানে নিহতদের স্মরণে বিদেশি কূটনীতিকদের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গুলশানে হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহতদের স্মরণে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিক ও বিভিন্ন দূতাবাসের কর্মকর্তারা। আজ শনিবার সকালে কূটনীতিকেরা গুলশানের হোলি আর্টিজান বেকারির সেই বাড়ির সামনে নির্মিত অস্থায়ী স্মৃতি বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাঁরা। যদিও গুলশানের ৭৯ নম্বর সড়কের ৫ নম্বর বাড়িটি এখন বাসাবাড়ি হিসেবে ব্যবহার করছেন এর মালিক। তাই বাড়ির সামনে শ্রদ্ধা নিবেদনের ব্যবস্থা করা হয়েছে। 

সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্যে প্রথমেই ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করেন জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি, ইতালির কূটনীতিক ও যুক্তরাষ্ট্রের দূতাবাসের কর্মকর্তারা। সকালে তাঁদের শ্রদ্ধা নিবেদনের পর বাড়িটির মূল ফটক বন্ধ করে দেওয়া হয়। সড়কটিতে পুলিশের পাহারা রাখা হয়েছে।

কূটনৈতিক জোন হিসেবে পরিচিত গুলশানের হোলি আর্টিজান বেকারিতে ২০১৬ সালের ১ জুলাই হামলা চালায় জঙ্গিরা। ওই হামলায় জঙ্গিরা হত্যা করে ২০ জন দেশি-বিদেশি নাগরিককে, যাদের মধ্যে ৯ জন ইতালীয়, ৭ জন জাপানি, ১ জন ভারতীয় ও ৩ জন বাংলাদেশি। ওই ঘটনায় সন্ত্রাস দমন আইনে করা মামলায় ২০১৮ সালের ২৩ জুলাই চার্জশিট দাখিলের পর ২৬ নভেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিচারকাজ।

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে