হোম > সারা দেশ > ঢাকা

হোলি আর্টিজানে নিহতদের স্মরণে বিদেশি কূটনীতিকদের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গুলশানে হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহতদের স্মরণে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিক ও বিভিন্ন দূতাবাসের কর্মকর্তারা। আজ শনিবার সকালে কূটনীতিকেরা গুলশানের হোলি আর্টিজান বেকারির সেই বাড়ির সামনে নির্মিত অস্থায়ী স্মৃতি বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাঁরা। যদিও গুলশানের ৭৯ নম্বর সড়কের ৫ নম্বর বাড়িটি এখন বাসাবাড়ি হিসেবে ব্যবহার করছেন এর মালিক। তাই বাড়ির সামনে শ্রদ্ধা নিবেদনের ব্যবস্থা করা হয়েছে। 

সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্যে প্রথমেই ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করেন জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি, ইতালির কূটনীতিক ও যুক্তরাষ্ট্রের দূতাবাসের কর্মকর্তারা। সকালে তাঁদের শ্রদ্ধা নিবেদনের পর বাড়িটির মূল ফটক বন্ধ করে দেওয়া হয়। সড়কটিতে পুলিশের পাহারা রাখা হয়েছে।

কূটনৈতিক জোন হিসেবে পরিচিত গুলশানের হোলি আর্টিজান বেকারিতে ২০১৬ সালের ১ জুলাই হামলা চালায় জঙ্গিরা। ওই হামলায় জঙ্গিরা হত্যা করে ২০ জন দেশি-বিদেশি নাগরিককে, যাদের মধ্যে ৯ জন ইতালীয়, ৭ জন জাপানি, ১ জন ভারতীয় ও ৩ জন বাংলাদেশি। ওই ঘটনায় সন্ত্রাস দমন আইনে করা মামলায় ২০১৮ সালের ২৩ জুলাই চার্জশিট দাখিলের পর ২৬ নভেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিচারকাজ।

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার