হোম > সারা দেশ > ঢাকা

হোলি আর্টিজানে নিহতদের স্মরণে বিদেশি কূটনীতিকদের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গুলশানে হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহতদের স্মরণে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিক ও বিভিন্ন দূতাবাসের কর্মকর্তারা। আজ শনিবার সকালে কূটনীতিকেরা গুলশানের হোলি আর্টিজান বেকারির সেই বাড়ির সামনে নির্মিত অস্থায়ী স্মৃতি বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাঁরা। যদিও গুলশানের ৭৯ নম্বর সড়কের ৫ নম্বর বাড়িটি এখন বাসাবাড়ি হিসেবে ব্যবহার করছেন এর মালিক। তাই বাড়ির সামনে শ্রদ্ধা নিবেদনের ব্যবস্থা করা হয়েছে। 

সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্যে প্রথমেই ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করেন জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি, ইতালির কূটনীতিক ও যুক্তরাষ্ট্রের দূতাবাসের কর্মকর্তারা। সকালে তাঁদের শ্রদ্ধা নিবেদনের পর বাড়িটির মূল ফটক বন্ধ করে দেওয়া হয়। সড়কটিতে পুলিশের পাহারা রাখা হয়েছে।

কূটনৈতিক জোন হিসেবে পরিচিত গুলশানের হোলি আর্টিজান বেকারিতে ২০১৬ সালের ১ জুলাই হামলা চালায় জঙ্গিরা। ওই হামলায় জঙ্গিরা হত্যা করে ২০ জন দেশি-বিদেশি নাগরিককে, যাদের মধ্যে ৯ জন ইতালীয়, ৭ জন জাপানি, ১ জন ভারতীয় ও ৩ জন বাংলাদেশি। ওই ঘটনায় সন্ত্রাস দমন আইনে করা মামলায় ২০১৮ সালের ২৩ জুলাই চার্জশিট দাখিলের পর ২৬ নভেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিচারকাজ।

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট