হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে বড় ভাইয়ের শাবলের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

শ্যামপুর-কদমতলী (ঢাকা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

রাজধানীর কদমতলীতে বড় ভাইয়ের শাবলের আঘাতে আহত হয়ে মিরাজুল ইসলাম শাওন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোর ৫টায় ধানমন্ডির পপুলার হাসপাতালে মারা যায় তিনি।

গত বুধবার (৭ মে) কদমতলী থানার দনিয়ার রসুলবাগে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে বড় ভাই সিরাজুল ইসলাম স্বপনকে আসামি করে কদমতলী থানায় মামলা করেন।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, তিন মাস আগে সবেদ আলী হাওলাদার (৭৫) তাঁর ছোট ছেলে মিরাজুল ইসলাম শাওনের ব্যাংক অ্যাকাউন্টে ৮ লাখ টাকা দেন। এ কথা জানতে পেরে সবেদ আলীর বড় ছেলে সিরাজুল ইসলাম স্বপন (৪৫) তাঁকে ৮ লাখ টাকা দিতে অথবা তাঁর নামে ঘর-বাড়ি ও গরুর খামার লিখে দিতে বাবাকে চাপ প্রয়োগ করতে শুরু করেন। তাঁকে টাকা, ঘর-বাড়ি ও গরুর খামার লিখে না দেওয়ায় গত মঙ্গলবার বাবা সবেদ আলীকে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেন সিরাজুল।

পরদিন মিরাজুল ইসলাম অসুস্থ বাবাকে দেখতে গেলে বড় ভাই সিরাজুল ইসলাম লোহার শাবল দিয়ে মাথায় আঘাত করেন। মিরাজুল ইসলাম অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলে ইট দিয়ে মাথায় একাধিকবার আঘাত করে পালিয়ে যান সিরাজ।

মিরাজকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আইসিইউতে নেওয়ার পরামর্শ দেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ধানমন্ডির পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিন দিন লাইফ সাপোর্টে থাকার পর আজ শনিবার ভোর ৫টায় মিরাজ মারা যান।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কদমতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাফায়েত হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারে আইনি প্রক্রিয়া চলছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট