চাকরিচ্যুত ১৭৬ শ্রমিকের পাওনা পরিশোধের আশ্বাসে গ্রামীণ টেলিকমের অবসায়ন চেয়ে শ্রমিকদের করা মামলা প্রত্যাহার করা হয়েছে। বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক বেঞ্চে থাকা ওই মামলা প্রত্যাহারের আবেদন করলে আজ সোমবার তা মঞ্জুর করা হয়।
শ্রমিকদের আইনজীবী ইউসুফ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘এখনো পাওনা পরিশোধ করা হয়নি। তবে ড. ইউনূস পাওনা পরিশোধ করবেন বলে আশ্বাস দিয়েছেন। এই জন্যই আমরা মামলা প্রত্যাহার করেছি।’
এর আগে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ টেলিকমের অবসায়ন চেয়ে গত ৭ ফেব্রুয়ারি হাইকোর্টে আবেদন করে প্রতিষ্ঠানটির শ্রমিক কর্মচারী ইউনিয়ন। ওই সময় আইনজীবী ইউসুফ জানান, গ্রামীণ টেলিকমের কাছে শ্রমিকদের পাওনা টাকার পরিমাণ আড়াই শ কোটি টাকারও বেশি। এই পাওনা টাকার দাবিতে কোম্পানিটির অবসায়ন চাওয়া হয়।