হোম > সারা দেশ > ঢাকা

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে জবিতে বিক্ষোভ ও ছাত্রসমাবেশ

জবি সংবাদদাতা 

ফিলিস্তিনের গাজায় গণহত্যার বিরুদ্ধে আমেরিকাসহ সারা বিশ্বে চলমান ছাত্রদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ও সংহতি প্রকাশ করে ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে বিক্ষোভ মিছিল করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগ। এ সময় মিছিলের নেতৃত্ব দেন শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজী ও সাধারণ সম্পাদক আকতার হোসাইন। 

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। মিছিলে ছাত্রলীগের নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদেরও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে অংশ নিতে দেখা যায়। 

গাজা যুদ্ধকে গণহত্যা উল্লেখ করে এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। স্লোগানগুলো হলো ‘স্বৈরাচার নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক’, ‘গণহত্যা বন্ধ করো, ফিলিস্তিন স্বাধীন করো’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে বিক্ষোভ মিছিলটি। 

মিছিল শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজী বলেন, ‘সারা বিশ্বে চলমান ফিলিস্তিনের গাজায় গণহত্যার বিরুদ্ধে আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশে আমরাও আজ ক্যাম্পাসে বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা উড়িয়েছি। আমরা চাই ফিলিস্তিন স্বাধীন হোক। ফিলিস্তিন যতদিন স্বাধীন হবে না বাংলাদেশ ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা সব সময় সক্রিয় থাকবে।’

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার