হোম > সারা দেশ > ঢাকা

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে জবিতে বিক্ষোভ ও ছাত্রসমাবেশ

জবি সংবাদদাতা 

ফিলিস্তিনের গাজায় গণহত্যার বিরুদ্ধে আমেরিকাসহ সারা বিশ্বে চলমান ছাত্রদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ও সংহতি প্রকাশ করে ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে বিক্ষোভ মিছিল করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগ। এ সময় মিছিলের নেতৃত্ব দেন শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজী ও সাধারণ সম্পাদক আকতার হোসাইন। 

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। মিছিলে ছাত্রলীগের নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদেরও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে অংশ নিতে দেখা যায়। 

গাজা যুদ্ধকে গণহত্যা উল্লেখ করে এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। স্লোগানগুলো হলো ‘স্বৈরাচার নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক’, ‘গণহত্যা বন্ধ করো, ফিলিস্তিন স্বাধীন করো’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে বিক্ষোভ মিছিলটি। 

মিছিল শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজী বলেন, ‘সারা বিশ্বে চলমান ফিলিস্তিনের গাজায় গণহত্যার বিরুদ্ধে আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশে আমরাও আজ ক্যাম্পাসে বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা উড়িয়েছি। আমরা চাই ফিলিস্তিন স্বাধীন হোক। ফিলিস্তিন যতদিন স্বাধীন হবে না বাংলাদেশ ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা সব সময় সক্রিয় থাকবে।’

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির