হোম > সারা দেশ > ঢাকা

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে জবিতে বিক্ষোভ ও ছাত্রসমাবেশ

জবি সংবাদদাতা 

ফিলিস্তিনের গাজায় গণহত্যার বিরুদ্ধে আমেরিকাসহ সারা বিশ্বে চলমান ছাত্রদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ও সংহতি প্রকাশ করে ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে বিক্ষোভ মিছিল করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগ। এ সময় মিছিলের নেতৃত্ব দেন শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজী ও সাধারণ সম্পাদক আকতার হোসাইন। 

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। মিছিলে ছাত্রলীগের নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদেরও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে অংশ নিতে দেখা যায়। 

গাজা যুদ্ধকে গণহত্যা উল্লেখ করে এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। স্লোগানগুলো হলো ‘স্বৈরাচার নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক’, ‘গণহত্যা বন্ধ করো, ফিলিস্তিন স্বাধীন করো’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে বিক্ষোভ মিছিলটি। 

মিছিল শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজী বলেন, ‘সারা বিশ্বে চলমান ফিলিস্তিনের গাজায় গণহত্যার বিরুদ্ধে আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশে আমরাও আজ ক্যাম্পাসে বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা উড়িয়েছি। আমরা চাই ফিলিস্তিন স্বাধীন হোক। ফিলিস্তিন যতদিন স্বাধীন হবে না বাংলাদেশ ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা সব সময় সক্রিয় থাকবে।’

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯