হোম > সারা দেশ > ঢাকা

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে জবিতে বিক্ষোভ ও ছাত্রসমাবেশ

জবি সংবাদদাতা 

ফিলিস্তিনের গাজায় গণহত্যার বিরুদ্ধে আমেরিকাসহ সারা বিশ্বে চলমান ছাত্রদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ও সংহতি প্রকাশ করে ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে বিক্ষোভ মিছিল করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগ। এ সময় মিছিলের নেতৃত্ব দেন শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজী ও সাধারণ সম্পাদক আকতার হোসাইন। 

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। মিছিলে ছাত্রলীগের নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদেরও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে অংশ নিতে দেখা যায়। 

গাজা যুদ্ধকে গণহত্যা উল্লেখ করে এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। স্লোগানগুলো হলো ‘স্বৈরাচার নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক’, ‘গণহত্যা বন্ধ করো, ফিলিস্তিন স্বাধীন করো’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে বিক্ষোভ মিছিলটি। 

মিছিল শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজী বলেন, ‘সারা বিশ্বে চলমান ফিলিস্তিনের গাজায় গণহত্যার বিরুদ্ধে আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশে আমরাও আজ ক্যাম্পাসে বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা উড়িয়েছি। আমরা চাই ফিলিস্তিন স্বাধীন হোক। ফিলিস্তিন যতদিন স্বাধীন হবে না বাংলাদেশ ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা সব সময় সক্রিয় থাকবে।’

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: পলাতক পরিচালকের স্ত্রীসহ তিন নারী রিমান্ড শেষে কারাগারে

বাণিজ্য মেলায় থাকবে বিআরটিসির বাস সার্ভিস, উদ্বোধন দুই দিন পেছাল

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১