হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ১৮ জন আটক

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: রাজধানীতে কিশোর গ্যাংয়ের ১৮ জন সদস্যকে আটক করেছে র‍্যাব-২। বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত লালবাগ, তেজগাঁও ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে তাদের আটক করা হয়। উদ্ধার করা হয়েছে দেশীয় অস্ত্র। গ্রেপ্তারকৃতরা ইভ টিজিং, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধে যুক্ত ছিল বলে জানিয়েছেন র‍্যাব কর্মকর্তারা। তাদের বয়স ১৩ থেকে ২৭ বছর।

গ্রেপ্তারকৃতরা হলো আকাশ, ফয়সাল মাহমুদ, ইমরান, মিরাজুল করিম, মামুনুর রশিদ চৌধুরী, ফারহান আহমেদ, আল আমিন, মাসুদ রানা, নাহিদ, শান্ত, রাব্বি আল মামুন, ফেরদৌস, সামি, সাগর, আশিকুল ইসলাম, আলভি, মো. শান্ত ও নয়ন। তাদের কাছ থেকে ১৩টি ছুরি, দুটি ক্ষুর, দুটি ব্লেড, দুটি তালা ভাঙার যন্ত্র, দুটি গ্রিল কাটার যন্ত্র এবং আটটি মোবাইল ফোনসেট পাওয়া গেছে।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান জানান, আটককৃতরা কিশোর গ্যাং গ্রুপ-‘আকাশ গ্রুপ’ এবং ‘সামী গ্রুপ’–এর সদস্য। তারা ডাকাতি, ছিনতাই, মাদক সেবন, ইভ টিজিং, চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের অপরাধে জড়িত। টিকটক, লাইকিসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীল ভিডিও তৈরি ও শেয়ার করে। ভাইরাল হওয়ার নেশায় বিভিন্ন বয়সী নারীদের সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপনের মাধ্যমে তার ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। তারা এলাকায় প্রভাব বিস্তার করতে মারামারি ও ত্রাসের সৃষ্টি করে। নিজেদের গ্রুপের আধিপত্য বজায় রাখার জন্য অন্যান্য কিশোর গ্যাংয়ের সঙ্গে মারামারি করে।

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিকের মৃত্যু

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব

প্রথম আলোতে হামলার ঘটনায় আরও ২ আসামি কারাগারে