হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ১৮ জন আটক

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: রাজধানীতে কিশোর গ্যাংয়ের ১৮ জন সদস্যকে আটক করেছে র‍্যাব-২। বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত লালবাগ, তেজগাঁও ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে তাদের আটক করা হয়। উদ্ধার করা হয়েছে দেশীয় অস্ত্র। গ্রেপ্তারকৃতরা ইভ টিজিং, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধে যুক্ত ছিল বলে জানিয়েছেন র‍্যাব কর্মকর্তারা। তাদের বয়স ১৩ থেকে ২৭ বছর।

গ্রেপ্তারকৃতরা হলো আকাশ, ফয়সাল মাহমুদ, ইমরান, মিরাজুল করিম, মামুনুর রশিদ চৌধুরী, ফারহান আহমেদ, আল আমিন, মাসুদ রানা, নাহিদ, শান্ত, রাব্বি আল মামুন, ফেরদৌস, সামি, সাগর, আশিকুল ইসলাম, আলভি, মো. শান্ত ও নয়ন। তাদের কাছ থেকে ১৩টি ছুরি, দুটি ক্ষুর, দুটি ব্লেড, দুটি তালা ভাঙার যন্ত্র, দুটি গ্রিল কাটার যন্ত্র এবং আটটি মোবাইল ফোনসেট পাওয়া গেছে।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান জানান, আটককৃতরা কিশোর গ্যাং গ্রুপ-‘আকাশ গ্রুপ’ এবং ‘সামী গ্রুপ’–এর সদস্য। তারা ডাকাতি, ছিনতাই, মাদক সেবন, ইভ টিজিং, চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের অপরাধে জড়িত। টিকটক, লাইকিসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীল ভিডিও তৈরি ও শেয়ার করে। ভাইরাল হওয়ার নেশায় বিভিন্ন বয়সী নারীদের সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপনের মাধ্যমে তার ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। তারা এলাকায় প্রভাব বিস্তার করতে মারামারি ও ত্রাসের সৃষ্টি করে। নিজেদের গ্রুপের আধিপত্য বজায় রাখার জন্য অন্যান্য কিশোর গ্যাংয়ের সঙ্গে মারামারি করে।

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

বাড্ডায় ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার