হোম > সারা দেশ > শরীয়তপুর

স্বামীর ইটের আঘাতে আর ঘুম ভাঙেনি রাজিয়ার

প্রতিনিধি, শরীয়তপুর

গত মঙ্গলবার রাতে এক দফা মার খেয়ে ঘুমিয়ে পড়েন রাজিয়া। কিন্তু ভোরবেলায় ঘুমের মধ্যে স্বামীর একের পর এক ইটের আঘাতে শেষ পর্যন্ত মরেই গেছেন তিনি। স্ত্রীকে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন স্বামী আরিফ মুন্সী। গতকাল ভোর ৪টার দিকে শরীয়তপুর সদর উপজেলার বাঘিয়া গ্রামে নৃশংস এই হত্যাকাণ্ডটি ঘটে। এ ঘটনায় আরিফকে আসামি করে মামলা হয়েছে।

রাজিয়ার স্বজনেরা জানান, ২০০১ সালে ফরিদপুর সদর উপজেলার চান মিয়া মুন্সীর ছেলে আরিফ মুন্সির (৪৫) সঙ্গে বিয়ে হয় শরীয়তপুর পৌর শহরের আবুল কালাম ছৈয়ালের মেয়ে রাজিয়া সুলতানার (৩৬)। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিসহ নানা কারণে রাজিয়াকে নির্যাতন করতেন মাদকাসক্ত আরিফ। পারিবারিকভাবে একাধিকবার মীমাংসা করা হলেও নির্যাতন চলতেই থাকে।

মঙ্গলবার রাতেও যৌতুকের দাবিতে স্বামীর মারধরের শিকার হন রাজিয়া। পরে ভোর ৪টার দিকে ঘুমন্ত অবস্থায় তাঁর মাথায় উপর্যুপরি আঘাত করে মৃত্যু নিশ্চিত করেন আরিফ। পরে সকালে পালং মডেল থানায় গিয়ে আত্মসমর্পণ করেন তিনি।

গতকাল বুধবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাজিয়ার মরদেহ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। ইটের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণেই রাজিয়ার মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকেরা।

রাজিয়ার মামা ইয়াদ আলী বলেন, ‘বিয়ের পর থেকেই যৌতুকের জন্য আমার ভাগনিকে নির্যাতন করত আরিফ। বিষয়টি নিয়ে আমরা একাধিকবার সালিস বৈঠক করেছি। তাতেও শেষরক্ষা হয়নি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে সর্বোচ্চ শাস্তির দাবি করেছি।’

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হোসেন আজকের পত্রিকাকে বলেন, রাজিয়ার ভাই রাসেল ছৈয়াল বাদী হয়ে অভিযুক্ত আরিফকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। এ ঘটনায় আরিফকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

দুই বছরের আগে ভাড়া বাড়ানো যাবে না—বাড়িওয়ালাদের ডিএনসিসির নির্দেশ

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের