হোম > সারা দেশ > ঢাকা

পাহাড়ি শিক্ষার্থীদের ওপর হামলা: ২ জন আটকের কথা জানালেন উপদেষ্টা মাহফুজ আলম

ছবি: আজকের পত্রিকা

পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দ সংবলিত গ্রাফিতি রাখাকে কেন্দ্র করে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার’ কর্মসূচিতে হামলার ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) সোয়া ১২টার দিকে ভেরিফায়েড অ্যাকাউন্ট দেওয়া পোস্টে এ তথ্য জানান সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

তিনি লিখেছেন, ‘ইতোমধ্যে, দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য যারা জড়িত, তাদেরও গ্রেপ্তার করা হবে। ঘটনার পূর্বাপর তদন্ত হবে। আর, রাজপথে কারো সন্ত্রাস, চাঁদাবাজি আর চলতে দেওয়া হবে না।’

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলও ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার এ সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

দুপুরে মতিঝিলের মেট্রো স্টেশনের নিচে ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ নামক একটি প্ল্যাটফর্মের ব্যানারে আসা লোকজন এই হামলা করেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

তবে ‘স্টুডেন্ট ফর সভারেন্টি’র দাবি, তাদের ওপরই হামলা হয়েছে। এতে সংগঠনের ৯ কর্মী আহত হয়েছেন বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়।

আহত ১০ জন হলেন— শ্রেষ্ঠা রূপাইয়া, ইসাবা শুহরাত, রেংইয়ং ম্রো, ফুটন্ত চাকমা, ধনজেত্রা, অনন্ত ধামায়, জুয়েল মারাক, শৈলী, দনওয়াই ম্রো ও তনিচিরাং।

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা