জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পার হলেও জুলাই ঘোষণাপত্র প্রকাশ করেনি অন্তর্বর্তীকালীন সরকার। এ নিয়ে আজ বৃহস্পতিবার জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন ’২৪-এর গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহতরা।
আজ সকালে শাহবাগে অবস্থান নিয়ে আন্দোলনকারীরা ‘জুলাই সনদ দিয়ে দে, নইলে গদি ছাইড়া দে’, ‘আমরা সবাই জুলাই সেনা, ভয় করি না বুলেট বোমা’, ‘দিয়েছি তো রক্ত, আরও দিব রক্ত’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ এসব স্লোগান দিতে থাকেন।
ঢাকাসহ দেশের অন্যান্য জেলা থেকে আসা শহীদ পরিবার ও আহতরা জুলাই ঘোষণাপত্রের দাবিকে এই মুহূর্তে তাদের প্রথম দাবি হিসেবে দাবি করেন।
২০২৪ সালের ৫ আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাথায় আঘাত লেগে আহত হন শাহ আলম (৪৫) নামের একজন। শাহবাগের অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে শাহ আলম আজকের পত্রিকাকে জানান, ‘৫ আগস্ট বিজয়নগরে আন্দোলনের সময় মাথায় প্রচণ্ড আঘাত পান তিনি। তাঁর চিকিৎসা এখনো চলমান।’
তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, আবার কখনো ফ্যাসিবাদী সরকার ফিরে এলে তাদের জীবননাশের আশঙ্কা তৈরি হবে। জুলাই ঘোষণাপত্র ও রাষ্ট্রীয় স্বীকৃতিকে এই মুহূর্তে তাঁদের প্রধান দাবি হিসেবে উল্লেখ করেন তিনি।