হোম > সারা দেশ > ঢাকা

জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের দাবিতে শাহবাগে শহীদ পরিবার ও আহতদের অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন ২৪-এর গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহতেরা। ছবি: আজকের পত্রিকা

জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পার হলেও জুলাই ঘোষণাপত্র প্রকাশ করেনি অন্তর্বর্তীকালীন সরকার। এ নিয়ে আজ বৃহস্পতিবার জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন ’২৪-এর গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহতরা।

আজ সকালে শাহবাগে অবস্থান নিয়ে আন্দোলনকারীরা ‘জুলাই সনদ দিয়ে দে, নইলে গদি ছাইড়া দে’, ‘আমরা সবাই জুলাই সেনা, ভয় করি না বুলেট বোমা’, ‘দিয়েছি তো রক্ত, আরও দিব রক্ত’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ এসব স্লোগান দিতে থাকেন।

শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন ২৪-এর গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহতেরা। ছবি: আজকের পত্রিকা

ঢাকাসহ দেশের অন্যান্য জেলা থেকে আসা শহীদ পরিবার ও আহতরা জুলাই ঘোষণাপত্রের দাবিকে এই মুহূর্তে তাদের প্রথম দাবি হিসেবে দাবি করেন।

২০২৪ সালের ৫ আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাথায় আঘাত লেগে আহত হন শাহ আলম (৪৫) নামের একজন। শাহবাগের অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে শাহ আলম আজকের পত্রিকাকে জানান, ‘৫ আগস্ট বিজয়নগরে আন্দোলনের সময় মাথায় প্রচণ্ড আঘাত পান তিনি। তাঁর চিকিৎসা এখনো চলমান।’

শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন ২৪-এর গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহতেরা। ছবি: আজকের পত্রিকা

তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, আবার কখনো ফ্যাসিবাদী সরকার ফিরে এলে তাদের জীবননাশের আশঙ্কা তৈরি হবে। জুলাই ঘোষণাপত্র ও রাষ্ট্রীয় স্বীকৃতিকে এই মুহূর্তে তাঁদের প্রধান দাবি হিসেবে উল্লেখ করেন তিনি।

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিকের মৃত্যু

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব

প্রথম আলোতে হামলার ঘটনায় আরও ২ আসামি কারাগারে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের এক যুবক নিহত

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ