হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় ৮০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৮০ বছরের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকালে ওই বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সবর আলী সদর উপজেলার যশোদল ইউনিয়নের বাসিন্দা।

মামলার এজাহারে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় ওই শিশুটি বাড়ি থেকে বের হয়ে সবর আলীর বাড়ির পাশ দিয়ে একটি দোকানে যাচ্ছিল। এ সময় শিশুটিকে ডাক দিয়ে ওই বৃদ্ধ তাঁর মুরগিগুলো খাঁচায় ভরে যেতে বলেন। মুরগিগুলো খাঁচায় দিয়ে চলে যাওয়ার সময় পেছন থেকে শিশুটিকে জাপটে মুখ চেপে ধরে ঘরের ভেতর নিয়ে দরজা বন্ধ করে দেন। পরে শিশুটির পরনের পোশাক খুলে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটি চিৎকার করলে তাঁর মা ও স্থানীয়রা বৃদ্ধের ঘর থেকে তাকে উদ্ধার করে।

শিশুটির বাবা বলেন, ‘ঘটনার দিন সন্ধ্যায় আমার স্ত্রী পিঠা বানাচ্ছিল। আমার মেয়েটা খাবার কিনতে যাওয়ার সময় সবর আলী এ ঘটনা ঘটায়। আমি এ ঘটনার বিচার চাই।’

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, এ ঘটনায় আজ সকালে শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। অভিযুক্ত বৃদ্ধকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ