হোম > সারা দেশ > ঢাকা

জাটকা রক্ষায় নৌ–পুলিশের বিশেষ অভিযান, বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের জাতীয় মাছ ইলিশ রক্ষায় মাওয়া থেকে চাঁদপুর জেলার কাঁচিকাটা পর্যন্ত আজ বুধবার জাটকা ধরা বিরোধী বিশেষ অভিযান চালিয়েছে নৌ-পুলিশ। আজ সন্ধ্যায় অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন নৌ–পুলিশের সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সাথি রানী শর্মা।

সাথি রানী শর্মা জানান, নৌ–পুলিশের চাঁদপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে জাটকা ধরার সময় এক কোটি তিন লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এ ছাড়া জাটকা ধরার অপরাধে ছয় জেলেসহ ছয়টি মাছ ধরার ট্রলার আটক করা হয়েছে। দিনভর অভিযান শেষে আটককৃতদের বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে। অভিযানে নৌ–পুলিশের বিভিন্ন থানার অর্ধশতাধিক সদস্য অংশ নিয়েছে।

জাটকা সংরক্ষণ অভিযানের বিষয়ে নৌ–পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলাম বলেন, ‘জাতীয় মাছ ইলিশ আমাদের দেশের ঐতিহ্য ও ভৌগোলিক পণ্য হিসেবে বিখ্যাত। এ মৎস্য সম্পদ রক্ষায় নৌ–পুলিশ ‘জাটকা সংরক্ষণ অভিযান ২০২৩’ চালিয়েছে।’

শফিকুল ইসলাম আরও বলেন, জাটকা রক্ষা করতে পারলে দেশে ইলিশ মাছের উৎপাদন বাড়বে। যা দিয়ে দেশের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশে রপ্তানি করে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করা সম্ভব। দেশের মৎস্য সম্পদকে আরও সমৃদ্ধ করার জন্য নৌ–পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

গত ২৬ ডিসেম্বর সব ধরনের অবৈধ জাল নির্মূলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। এই প্রজ্ঞাপন অনুযায়ী, বেহুন্দি জালসহ সব ধরনের অবৈধ জাল অপসারণে বাংলাদেশের ১৭টি জেলায় চার ধাপে ৩০ দিনব্যাপী ‘বিশেষ কম্বিং অভিযান’ পরিচালনা করা হবে।

সোনারগাঁয়ে মহাসড়কে ছিনতাইকারীদের অটোরিকশায় আগুন দিয়েছে জনতা, আটক ২

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুশ, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ