হোম > সারা দেশ > টাঙ্গাইল

মাহফিলের খিচুড়ি খাওয়ার পর অসুস্থ দুই শতাধিক, এক বৃদ্ধার মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে ওয়াজ মাহফিলে দেওয়া খিচুড়ি খাওয়ার পর নারী-শিশুসহ দুই শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছে বলে খবর এসেছে। এ ঘটনায় অসুস্থ হওয়ার পর গত মঙ্গলবার রাহেলা বেগম (৯০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

আটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাজ্জাত হোসেন জানান, গত রোববার রাতে আটিয়া ইউনিয়নের গজারিয়া গ্রামের আক্কাস মিয়ার বাড়িতে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছিল। ওই ওয়াজ মাহফিলে স্থানীয়ভাবে রান্না করা খিচুড়ি আগত দর্শক-শ্রোতাদের মধ্যে বিতরণ করা হয়। ওই খাবার খেয়ে অনেকের ডায়রিয়া হয়।

 

গতকাল রাতে অসুস্থ অবস্থায় এক বৃদ্ধা মারা গেছেন। এ ঘটনায় নারী-শিশুসহ আরও দুই শতাধিক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন 

আটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল হক মল্লিক বলেন, খিচুড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়া এক বৃদ্ধাকে গত সোমবার সকালে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গতকাল রাতে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রবীর কুমার সরকার বলেন, শুনেছি মাহফিলে দেওয়া খিচুড়ি খেয়ে গত সোমবার সকাল থেকে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল রাতে গুরুতর অসুস্থ হয়ে রাহেলা বেগম নামে এক বৃদ্ধা মারা গেছেন। 

ডা. প্রবীর কুমার সরকার আরও বলেন, এ খবর শুনে গতকাল সকালেই মেডিকেল অফিসার, নার্স, উপসহকারী স্বাস্থ্য কর্মকর্তাদের সমন্বয়ে ২৫ সদস্যের একটি দলকে ওই গ্রামে পাঠানো হয়েছে। তাঁরা প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিচ্ছেন। গুরুতর অসুস্থদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর পরামর্শ দেওয়া হচ্ছে। একই সঙ্গে হাসপাতালের পুরুষ ও মহিলা ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে। 

আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মো. আশরাফুল আলম জানান, অসুস্থ অনেককে সাবেক চেয়ারম্যান সিরাজুল হক মল্লিকের বাড়িতে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের মধ্যে ৩০ জনের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাঁদের দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল