হোম > সারা দেশ > ঢাকা

শ্রীপুরে স্কুলছাত্রী অপহরণে থানায় অভিযোগ

গাজীপুরের শ্রীপুরে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে রাস্তা থেকে তুলে নেওয়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। আজ রোববার দুপুরে অপহৃত ছাত্রীর বাবা বাদী হয়ে শ্রীপুর থানার অভিযোগ করেন।

ভুক্তভোগী স্কুলছাত্রী (১৫) ওই উপজেলার বাসিন্দা। সে স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

এ ঘটনায় অভিযুক্তরা হলেন উপজেলার কাওরাইদ ইউনিয়নের বাপ্তা গ্রামের মিজানুর রহমান মল্লিক (২০), একই ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন গ্রামের আশিকুর রহমান (২৫), রফিক মণ্ডল (৩৫) ও মানিক মল্লিক (৪৫)। 

ভুক্তভোগী ছাত্রীর বাবা বলেন, গত ২৩ ডিসেম্বর সকাল ৯টার দিকে স্কুলে কাছে প্রাইভেট পড়তে যায় আমার মেয়ে। এ সময় অভিযুক্তরা একটি সিএনজিচালিত অটোরিকশায় এসে আমার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। আমার মেয়ের এক সহপাঠী কল করে বিষয়টি জানায়। স্থানীয় কয়েকজনকে নিয়ে অভিযুক্তদের বাড়িতে গিয়ে কাউকে পায়নি। এরপর স্থানীয়দের সহযোগিতায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাইনি। পরে মেয়েকে উদ্ধারের জন্য থানায় লিখিত অভিযোগ করি।

এ বিষয়ে জানতে অভিযুক্ত মানিক মল্লিকের বাড়িতে গেলে তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও বন্ধ পাওয়া যায়। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর ওই ছাত্রীকে উদ্ধারে কাজ করছে পুলিশ। ভুক্তভোগীকে উদ্ধার করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু