হোম > সারা দেশ > ঢাকা

শ্রীপুরে স্কুলছাত্রী অপহরণে থানায় অভিযোগ

গাজীপুরের শ্রীপুরে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে রাস্তা থেকে তুলে নেওয়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। আজ রোববার দুপুরে অপহৃত ছাত্রীর বাবা বাদী হয়ে শ্রীপুর থানার অভিযোগ করেন।

ভুক্তভোগী স্কুলছাত্রী (১৫) ওই উপজেলার বাসিন্দা। সে স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

এ ঘটনায় অভিযুক্তরা হলেন উপজেলার কাওরাইদ ইউনিয়নের বাপ্তা গ্রামের মিজানুর রহমান মল্লিক (২০), একই ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন গ্রামের আশিকুর রহমান (২৫), রফিক মণ্ডল (৩৫) ও মানিক মল্লিক (৪৫)। 

ভুক্তভোগী ছাত্রীর বাবা বলেন, গত ২৩ ডিসেম্বর সকাল ৯টার দিকে স্কুলে কাছে প্রাইভেট পড়তে যায় আমার মেয়ে। এ সময় অভিযুক্তরা একটি সিএনজিচালিত অটোরিকশায় এসে আমার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। আমার মেয়ের এক সহপাঠী কল করে বিষয়টি জানায়। স্থানীয় কয়েকজনকে নিয়ে অভিযুক্তদের বাড়িতে গিয়ে কাউকে পায়নি। এরপর স্থানীয়দের সহযোগিতায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাইনি। পরে মেয়েকে উদ্ধারের জন্য থানায় লিখিত অভিযোগ করি।

এ বিষয়ে জানতে অভিযুক্ত মানিক মল্লিকের বাড়িতে গেলে তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও বন্ধ পাওয়া যায়। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর ওই ছাত্রীকে উদ্ধারে কাজ করছে পুলিশ। ভুক্তভোগীকে উদ্ধার করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত