হোম > সারা দেশ > ঢাকা

মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষা আইনের দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের ওপর হামলা, মামলা, হত্যা ও নির্যাতন বন্ধ করার জন্য অবিলম্বে বীর মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষা আইন প্রণয়নসহ পাঁচ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে আজ রোববার এসব দাবি জানানো হয়। 

মানববন্ধনে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক আল মামুন এবং মঞ্চের সদস্যরা উপস্থিত ছিলেন। 

এ ছাড়া মানববন্ধনে তাঁরা বিএনপি-জামায়াতের শাসনামলে গঠিত জাতীয় মুক্তিযোদ্ধা কমিশনের (জামুকা) দুর্নীতিবাজ ও অসাধু কর্মকর্তা-কর্মচারীদের অপসারণ; দ্রুত যাচাই-বাছাই করে অমুক্তিযোদ্ধাদের গেজেট বাতিল করে একটি স্বচ্ছ চূড়ান্ত তালিকা প্রণয়ন; প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বহাল করাসহ রাজাকারদের তালিকা দ্রুত প্রকাশ করে এদের সব সম্পত্তি বাজেয়াপ্ত ও নাগরিকত্ব বাতিলের দাবি জানানো হয়। 

মানববন্ধনে আমিনুল ইসলাম বুলবুল বলেন, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির শাসনামলে মুক্তিযোদ্ধা কোটা বাতিল হয়েছে। স্বাধীনতাবিরোধী অপশক্তির দোসরদের আন্দোলনের কাছে নতি স্বীকার করে সরকার মুক্তিযোদ্ধা কোটা বাতিল করেছে, যা প্রশাসনকে দিনে দিনে জামায়াতিকরণের দিকে ধাবিত করছে। অবিলম্বে মুক্তিযোদ্ধা কোটা বহাল করে পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে।

আল মামুল বলেন, সমগ্র দেশে বীর মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা, মামলা, নির্যাতন হচ্ছে; কিন্তু কোনো বিচার হচ্ছে না। আওয়ামী লীগে অনুপ্রবেশকারী হাইব্রিডদের ষড়যন্ত্রের কারণে অনেক বীর মুক্তিযোদ্ধা পরিবার ন্যায়বিচার পাচ্ছে না। বীর মুক্তিযোদ্ধা পরিবারগুলোর ওপর এসব হামলা, মামলা, নির্যাতন বন্ধ করার জন্য অবিলম্বে বীর মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। 

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে