হোম > সারা দেশ > ঢাকা

তাঁতীবাজারে বাসে আগুন: গ্রেপ্তার যুবক ১ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির ডাকা তৃতীয় দফার অবরোধ চলাকালে রাজধানীর তাঁতীবাজারে আকাশ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার মো. আলামিনকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।

বিকেলে আলামিনকে আদালতে হাজির করে বংশাল থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা বংশাল থানার এসআই বাচ্চু মিয়া পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। আইনজীবী তাঁর জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

গতকাল বুধবার বাসে আগুন দেওয়ার পর ঘটনাস্থল থেকে সন্দেহভাজন হিসেবে তাঁকে আটক করে বংশাল থানা-পুলিশ।

গতকাল কেরানীগঞ্জের কদমতলী থেকে ছেড়ে আসা আকাশ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার পর ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে বাসটির ভেতরের অংশ সম্পূর্ণ পুড়ে যায়। এ ঘটনায় বংশাল থানায় একটি মামলা করা হয়।

জানা গেছে, রিমান্ডে নেওয়া আলামিন একটি গার্মেন্টস অ্যাক্সেসরিজ প্রতিষ্ঠানে চাকরি করেন।

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার