হোম > সারা দেশ > ঢাকা

যুথীসহ ৪ আইনজীবীর জামিন শুনানিতে বিব্রত হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সুপ্রিম কোর্ট বারের নির্বাচনের ভোট গণনা নিয়ে মারামারির ঘটনায় করা মামলায় নাহিদ সুলতানা যুথীসহ চার আইনজীবীর আগাম জামিন আবেদন শুনতে বিব্রত করেছেন হাইকোর্ট। পরে এ বিষয়ে প্রয়োজনীয় আদেশের জন্য নথি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়। 

আজ সোমবার বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের বেঞ্চে তাদের আগাম জামিন আবেদন শুনানির জন্য ছিল। তবে বেঞ্চের একজন বিচারপতি শুনতে বিব্রতবোধ করেন। 

আবেদনকারীদের আইনজীবী আওসাফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, নাহিদ সুলতানা যুথী, শাকিলা রওশন ও মৌসুমী চৌধুরী ফাতেমা আগাম জামিন চেয়ে একটি আবেদন করেন। এ ছাড়া জাকির হোসেন মাসুদও পৃথক আবেদন করেন। একজন বিচারপতি শুনতে বিব্রত বোধ করলে প্রধান বিচারপতির কাছে নথি পাঠানো হয়। এখন প্রধান বিচারপতি নতুন কোনো বেঞ্চ ঠিক করে দিবেন। 

এর আগে ভোট গণনা নিয়ে মারধরের ওই ঘটনায় ২০ জনের নাম উল্লেখসহ ৩০ থেকে ৪০ জন অজ্ঞাতনামাকে আসামি করে ৮ মার্চ রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান সিদ্দিকী সাইফ। মামলায় আইনজীবী নাহিদ সুলতানাকে যুথীকে প্রধান আসামি এবং ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে দ্বিতীয় আসামি করা হয়। 

তারা দুজনেই সমিতির নির্বাচনে সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। নাহিদ সুলতানা যুথী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামসের পরশের স্ত্রী। ব্যারিস্টার কাজলকে এরইমধ্যে গ্রেপ্তারের পর রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার