হোম > সারা দেশ > ঢাকা

বাঙলা কলেজের শিক্ষার্থী তপু হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড

আজকের পত্রিকা ডেস্ক­

প্রতীকী ছবি

মিরপুর বাঙলা কলেজের শিক্ষার্থী নূরুল আমিন তপুকে অপহরণের পর শ্বাসরোধ করে হত্যার দায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মাসুদ করিম এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন—মো. আরিফুল ইসলাম, মো. ইমরান হোসেন ও মো. ইয়ামিন মোল্যা।

রায় ঘোষণার সময় কারাগারে আসামি আরিফুল ও ইমরানকে আদালতে হাজির করা হয়। রায় শেষে তাঁদেরকে কারাগারে ফেরত পাঠানো হয়। অপর আসামি ইয়ামিন পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

ট্রাইব্যুনাল রায়ে বলেছেন, নির্মমভাবে একজন শিক্ষার্থীকে অপহরণ করে হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হলো। তবে রায় কার্যকর করার আগে ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা অনুযায়ী হাইকোর্ট বিভাগের অনুমোদন নিতে হবে। পলাতক আসামির রায় কার্যকর হবে তিনি গ্রেপ্তার অথবা আদালতে আত্মসমর্পণের পর।

কলেজ শিক্ষার্থী নুরুল আমিন তপু রাজধানীর শাহ আলী থানা এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। ২০২২ সালের ২ জানুয়ারি তিনি নিখোঁজ হন। এ ঘটনায় তার চাচা শফি উদ্দিন আহমেদ দারুসসালাম থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে অপহরণকারীরা ভিকটিমের মুক্তির জন্য তার চাচার কাছে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করেন। এরপর চাচা দারুসসালাম থানায় অপহরণ মামলা করেন।

মামলার পর ছায়া তদন্ত শুরু করে মিরপুর বিভাগের গোয়েন্দা শাখার (ডিবি) জোনাল টিম। ঘটনার দুদিন পর এই তিন অপহরণকারীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা জানায়, ইমরানের মিরপুর বেড়িবাঁধের জহুরাবাদস্থ এলাকায় ভাড়া বাসায় তপুকে ডেকে এনে অপহরণ করেন। পরে মুক্তিপণ না পেয়ে ইমরানের বাসাতেই তাকে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর ভিকটিমের মরদেহ বস্তাবন্দী করে জহুরাবাদের বেড়িবাঁধে ফেলে দেন।

পরে ৪ জানুয়ারি নুরুল আমিনের লাশ উদ্ধার করা হয়। অন্যদিকে আসামিরা হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। তারা আদালতকে জানান, নুরুল আমিন তপু তাদের বন্ধু ছিলেন মুক্তিপণের জন্যই তাকে অপহরণ করা হয়। কিন্তু মুক্তিপণ না দেওয়ায় তাকে হত্যা করা হয়।

তপুর চাচা মামলার বাদী শফি উদ্দিন আহমেদ রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘আসামিদের সর্বোচ্চ সাজার আশায় ছিলাম। কাঙ্ক্ষিত রায় পেয়েছি। রায় যাতে দ্রুত কার্যকর হয় সেই দাবি জানাই।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন