হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সিদ্ধিরগঞ্জে স্লোগান দিতে দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উঠে আসেন শিক্ষার্থীরা

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবি জানিয়ে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে আন্দোলন করছেন দেশের শিক্ষার্থীরা। একের পর এক কর্মসূচির পর আজ বৃহস্পতিবার দেশব্যাপী ‘কমপ্লিট শাটডাউন’ পালিত হচ্ছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করার চেষ্টা করেছেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের বাধার মুখে পরে সরে যান তাঁরা।

আজ সকালে সিদ্ধিরগঞ্জে চিটাগাং রোডের শিমরাইল মোড়ে এমন ঘটনা ঘটেছে। 

সরেজমিনে দেখা গেছে, শতাধিক শিক্ষার্থী কোটা সংস্কার দাবিতে বিভিন্ন স্লোগানে মহাসড়কে উঠে পড়েন। তাঁরা এক ঘণ্টার মতো ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও শিমরাইল-আদমজী-চাষাঢ়া সড়কে অবস্থান করেন। পরে পুলিশের কর্মকর্তারা তাঁদের বুঝিয়ে পাঠিয়ে দেন।

আন্দোলনরত শিক্ষার্থী পল্লব বলেন, ‘আমরা দাবি আদায়ের জন্য নেমেছি, কোনো প্রকার বিশৃঙ্খলা কররা জন্য না। ছাত্রলীগের পোলাপান শিমরাইলের বিভিন্ন স্থানে অবস্থান করছে। আমরা কাউকে ভয় করি না।’

আরেক শিক্ষার্থী শাওন বলেন, ‘আমাদের ভাইদের রক্ত ঝরেছে। আমরা তার বিচার চাই। আমরা যৌক্তিক আন্দোলন করছি। আমরা রাজাকার নই, আমরা স্টুডেন্ট।’

মহাসড়কে অবস্থানরত সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেছেন, ‘কোমলমতি শিক্ষার্থীরা সড়কে নেমেছিল। আমরা তাদের বুঝিয়ে পাঠিয়ে দিয়েছি। এখন পরিস্থিতি স্বাভাবিক। আমরা সড়কে রয়েছি।’

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির