হোম > সারা দেশ > ঢাকা

২০ রোজার মধ্যেই বেতন-বোনাস পরিশোধের দাবি গার্মেন্টস টিইউসির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঈদের আগে ২০ রোজার মধ্যে সব পোশাকশ্রমিকদেরবেতন ও বোনাস পরিশোধ করার দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)। সংগঠনটির নেতাদের দাবি, প্রতিবছর রমজানে পুরো মাস কষ্ট করে পোশাকশ্রমিকেরা কাজ করলেও ঈদের সময় তাঁরা পূর্ণাঙ্গ বেতন ও বোনাস পান না। বিগত সময়ে দ্রব্যমূল্য ও পরিবহন ভাড়া যে হারে বেড়েছে, সেই হারে শ্রমিকের বেতন বাড়েনি। তাই ঈদ সবার জন্য আনন্দের হলেও যে শ্রমিকদের ঈদের সময়েও বেতন-বোনাসের জন্য আন্দোলন করতে হয়, তাঁদের ঈদ খুব একটা সুখকর হয় না।

আজ শুক্রবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ২০ রোজার মধ্যে পূর্ণাঙ্গ ঈদ বোনাস ও এপ্রিল মাসের অর্ধেক মজুরিসহ সব বকেয়া পরিশোধের দাবিতে আয়োজিত শ্রমিক সমাবেশ ও মিছিল কর্মসূচি থেকে এ দাবি জানিয়েছেন সংগঠনের নেতারা। একই সঙ্গে সমাবেশ থেকে পোশাকশ্রমিকদের মজুরি বাড়িয়ে ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা ঘোষণার দাবি জানানো হয়।

সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘খাদ্যসহ মানুষের মৌলিক অধিকারের দাবিতে কথা বলাই মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার প্রকৃত চেতনা। মানুষের অন্নের স্বাধীনতা দাবি করাই ন্যায়সংগত। যারা ফ্যাসিবাদী কায়দায় নিরন্ন মানুষের প্রতিবাদের কণ্ঠ রোধের অপচেষ্টায় লিপ্ত, তারা স্বৈরাচারী শাসকের দোসর। স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেই মানুষের ভাতের অধিকার আদায় করতে হবে।’

বর্তমান বাজার পরিস্থিতিতে শ্রমজীবী মানুষের জীবনে নীরব দুর্ভিক্ষের পূর্বাভাস দেখা যাচ্ছে জানিয়ে গার্মেন্টস টিইউসির উপদেষ্টা আবদুল্লাহ ক্বাফী রতন বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অতীতের সব নজির অতিক্রম করেছে। শ্রমিকের জীবন বাঁচানোর পদক্ষেপ হিসেবেই সরকারকে অবিলম্বে মজুরি বাড়ানোর ঘোষণা দিতে হবে।’

সভাপতির বক্তব্যে সংগঠনের সভাপতি মন্টু ঘোষ জানান, দেশে সবচেয়ে বিলাসবহুল জীবন যাপন করেন গার্মেন্টস মালিকেরা। কিন্তু শ্রমিকদের পাওনার কথা এলে তাঁরাই সবচেয়ে বিত্তহীন হয়ে যান। তিনি বলেন, ‘প্রতি বছর ঈদ উৎসবের সময় পোশাকশ্রমিকেরা উৎসব বোনাস থেকে বঞ্চিত হন। ২০ রোজার মধ্যে চলতি মাসের বেতন ও বোনাস পরিশোধ করা না হলে ঈদের আগে শ্রমিকদের অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেওয়া হবে। বেসিকের সমান বোনাসের দাবি অন্যান্য বছরের মতো এবারও যদি সর্বত্র উপেক্ষিত হয়, তাহলে উপযুক্ত জবাব দেওয়া হবে।’

সমাবেশ থেকে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির জন্য অবিলম্বে মজুরি বোর্ড গঠন এবং নতুন মজুরির হার ঘোষণার আগপর্যন্ত শ্রমিকদের মহার্ঘ্যভাতা প্রদানের দাবি জানানো হয়। একই সঙ্গে আগামী জাতীয় বাজেটে পোশাকশ্রমিকদের আবাসন, রেশনিং ও স্বাস্থ্য খাতে বরাদ্দের দাবি জানান। এ ছাড়া সমাবেশে জাতীয় সংসদে উত্থাপিত অত্যাবশ্যক পরিষেবা বিল, ২০২৩-এর বিরোধিতা করেন বক্তারা।

সমাবেশে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান শামীম, সহসভাপতি জলি তালুকদার, কেন্দ্রীয় নেতা দুলাল সাহা, মঞ্জুর মঈন প্রমুখ।

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১