হোম > সারা দেশ > ঢাকা

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে সিটি কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

আজকের পত্রিকা ডেস্ক­

অধ্যক্ষ-উপাধ্যক্ষের পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

অধ্যক্ষ-উপাধ্যক্ষের পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা। এই পরিস্থিতিতে ঢাকা সিটি কলেজ আগামীকাল মঙ্গলবার বন্ধ ঘোষণা করা হয়েছে।

সিটি কলেজের সামনে ধানমন্ডির ২ নম্বর সড়কে আজ সোমবার দুপুর ১২টায় অবরোধ করেন শিক্ষার্থীরা। বেলা দেড়টার দিকে ঘটনাস্থলে যায় সেনাবাহিনী। এরপর এই সড়কে যান চলাচল শুরু হয়। বিকেল পৌনে ৫টার দিকে সেনাবাহিনীর হস্তক্ষেপে শিক্ষার্থীরা সরে যান। কলেজ সূত্র জানায়, সন্ধ্যায় শিক্ষার্থীদের সঙ্গে কলেজ কর্তৃপক্ষ বৈঠক করে ছাত্রদের আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান জানায়। একই সঙ্গে আজ কলেজ বন্ধ করার সিদ্ধান্ত জানান।

শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি হলো—বরখাস্তকৃত শিক্ষক সুমনকে প্রতিষ্ঠানে ফিরিয়ে আনা, অধ্যক্ষ মো. নেয়ামুল হক ও উপাধ্যক্ষ মোখলেছুর রহমানের পদত্যাগ, বৈধ অধ্যক্ষ বেদর উদ্দিনকে পুনর্বহাল, কলেজ সংস্কারের নামে শিক্ষকদের প্রতিহিংসামূলক নোংরা রাজনীতি বন্ধ করা, অভিভাবক হয়রানি বন্ধ এবং রেজাল্টের অজুহাতে শিক্ষার্থীদের কাছ থেকে জোর করে টাকা আদায় বন্ধ এবং কোচিং সেন্টারের মতো এক্সট্রা ক্লাস বন্ধ করা।

জানতে চাইলে ফারিয়া তাবাসসুম নামের এক শিক্ষার্থী বলেন, ‘কলেজ প্রশাসন বিভিন্ন কৌশলে শিক্ষার্থীদের কাছ থেকে বাড়তি অর্থ হাতিয়ে নেয়। এর মূলে রয়েছেন অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ। আমরা এসব আর চাই না। একটি শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবসাপ্রতিষ্ঠানের মতো আচরণ করবে, সেটি মেনে নেওয়া হবে না।’

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল