হোম > সারা দেশ > ঢাকা

জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব সদর দপ্তরে পরীমণি

প্রতিনিধি, উত্তরা

চিত্র নায়িকা পরীমণিকে জিজ্ঞাসাবাদের জন্য রাজধানীর র‍্যাব সদর দপ্তরে নিয়ে আসা হয়েছে। বুধবার (৪ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে তাঁকে র‍্যাব সদর দপ্তরে নিয়ে আসা হয়। এর আগে দুই ঘণ্টারও বেশি সময় অভিযান চালিয়ে সন্ধ্যা সোয়া ৬টার দিকে নায়িকা পরীমণিকে তাঁর বনানীর বাসা থেকে আটক করে র‍্যাব।

আটককালে নায়িকা পরিমণির বাসা থেকে বিপুল পরিমাণ মদসহ বিভিন্ন অবৈধ সরঞ্জাম জব্দ করে র‍্যাব।

অভিযানে অংশ নেওয়া র‍্যাবের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, অভিযানে নায়িকা পরীমণির বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, আইস, এলএসডি এবং মদের খালি বোতল পাওয়া গেছে।

র‍্যাব সদর দপ্তর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের একাধিক সূত্র বুধবার (৪ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং জানায়, পরীমণিকে আটকের ঘটনায় আগামীকাল (বৃহস্পতিবার) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

এর আগে গত ৮ জুন রাতে পরীমণি অভিযোগ করেন, ঢাকার অদূরে বিরুলিয়ার ঢাকা বোট ক্লাবে ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমি তাঁকে ধর্ষণের চেষ্টা ও হত্যার চেষ্টা চালান। ১৩ জুন তিনি নাসির, তুহিন সিদ্দিকী ছাড়াও অজ্ঞাতনামা আরও চারজনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন। সেদিনই নাসির ও তুহিনকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মামলার পরপরই উত্তরা থেকে নাসির ও তুহিনকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। বর্তমানে নাসির জামিনে থাকলেও তুহিন কারাগারে রয়েছেন।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক