হোম > সারা দেশ > টাঙ্গাইল

টাঙ্গাইলে অটোভ্যানকে ওভারটেক করতে গিয়ে নিহত ২

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতীতে অটোভ্যানকে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

আজ শনিবার দুপুরে উপজেলার কালিহাতী-বল্লা আঞ্চলিক সড়কের কামার্থী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার বীর বাসিন্দা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে জাকির হোসেন (২৮) এবং একই গ্রামের আরফান আলীর ছেলে মো. আসাদুজ্জামান (২০)।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে উপজেলার কালিহাতী-বল্লা আঞ্চলিক সড়কের চারান এলাকা থেকে মোটরসাইকেলটি কালিহাতী বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসছিল একটি প্রাইভেট কার। পথিমধ্যে কামার্থী নামক স্থানে মোটরসাইকেলটি একটি অটোভ্যানকে ওভারটেক করার সময় প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক জাকির হোসেনের নিহত হন। আহত আসাদুজ্জামানকে প্রথমে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঢাকায় নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও প্রাইভেট কারটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ