হোম > সারা দেশ > মানিকগঞ্জ

টানা ১০ ঘণ্টা পর পাটুরিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

ঘন কুয়াশায় টানা ১০ ঘণ্টা বন্ধ থাকার পর চালু হয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল। গতকাল বুধবার দিবাগত রাত থেকে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত এই রুটে ফেরি চলাচল বন্ধ থাকার পর অবশেষে চলতে শুরু করেছে ফেরি। একই সঙ্গে ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় সড়কের দুপাশে আটকে থাকা যাত্রীবাহী সব যানবাহন অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করছে ঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মহীউদ্দীন রাসেল বলেন, বুধবার দিবাগত রাত থেকে ঘন কুয়াশায় নৌপথ আচ্ছন্ন হয়ে মাঝ নদীতে যাত্রী ও যানবাহন বোঝাইকৃত তিনটি ফেরি আটকে যায়। নৌ দুর্ঘটনা রোধে বাকি ফেরিগুলো উভয় প্রান্তের ঘাট এলাকায় নোঙর করে রাখা হয়। সকাল সাড়ে ৯টার দিকে নৌপথে কুয়াশার মাত্রা কমে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। অপেক্ষমাণ যানবাহন পারাপার করা হলেও যাত্রীবাহী পরিবহনকে বিশেষ প্রাধান্য দেওয়া হচ্ছে বলে জানান তিনি। 

একই সংস্থার দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক শিহাব উদ্দিন বলেন, কুয়াশার কারণে দৌলতদিয়া প্রান্তে সাতটি, মাঝ নদীতে তিনটি ও পাটুরিয়ায় পাঁচটি ফেরি নোঙর করে ছিল। ফেরি বন্ধ ও স্বল্পতার কারণে যানবাহন পারাপার ব্যাহত হওয়ায় উভয় প্রান্তে সহস্রাধিক বিভিন্ন ধরনের যানবাহন আটকে রয়েছে। আটকে থাকা এসব যানবাহন সিরিয়াল মোতাবেক পার করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

অন্যদিকে, একই কারণে দীর্ঘ সময় বন্ধ ছিল আরিচা-কাজীরহাট রুটে ফেরি চলাচল। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় এই রুটেও দেখা দিয়েছে অপেক্ষমাণ গাড়ির জট।

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

রাজধানীর ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব