হোম > সারা দেশ > মানিকগঞ্জ

টানা ১০ ঘণ্টা পর পাটুরিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

ঘন কুয়াশায় টানা ১০ ঘণ্টা বন্ধ থাকার পর চালু হয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল। গতকাল বুধবার দিবাগত রাত থেকে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত এই রুটে ফেরি চলাচল বন্ধ থাকার পর অবশেষে চলতে শুরু করেছে ফেরি। একই সঙ্গে ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় সড়কের দুপাশে আটকে থাকা যাত্রীবাহী সব যানবাহন অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করছে ঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মহীউদ্দীন রাসেল বলেন, বুধবার দিবাগত রাত থেকে ঘন কুয়াশায় নৌপথ আচ্ছন্ন হয়ে মাঝ নদীতে যাত্রী ও যানবাহন বোঝাইকৃত তিনটি ফেরি আটকে যায়। নৌ দুর্ঘটনা রোধে বাকি ফেরিগুলো উভয় প্রান্তের ঘাট এলাকায় নোঙর করে রাখা হয়। সকাল সাড়ে ৯টার দিকে নৌপথে কুয়াশার মাত্রা কমে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। অপেক্ষমাণ যানবাহন পারাপার করা হলেও যাত্রীবাহী পরিবহনকে বিশেষ প্রাধান্য দেওয়া হচ্ছে বলে জানান তিনি। 

একই সংস্থার দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক শিহাব উদ্দিন বলেন, কুয়াশার কারণে দৌলতদিয়া প্রান্তে সাতটি, মাঝ নদীতে তিনটি ও পাটুরিয়ায় পাঁচটি ফেরি নোঙর করে ছিল। ফেরি বন্ধ ও স্বল্পতার কারণে যানবাহন পারাপার ব্যাহত হওয়ায় উভয় প্রান্তে সহস্রাধিক বিভিন্ন ধরনের যানবাহন আটকে রয়েছে। আটকে থাকা এসব যানবাহন সিরিয়াল মোতাবেক পার করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

অন্যদিকে, একই কারণে দীর্ঘ সময় বন্ধ ছিল আরিচা-কাজীরহাট রুটে ফেরি চলাচল। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় এই রুটেও দেখা দিয়েছে অপেক্ষমাণ গাড়ির জট।

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন