মানিকগঞ্জের ঘিওরে রুবেল মিয়া (৩০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের তরা গ্রামে ওই যুবকের নিজ ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।
রুবেল মিয়া ওই গামের রমজান আলীর ছেলে। তিনি পেশায় একজন ড্রেজারশ্রমিক ছিলেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বাড়ির সবার সঙ্গে রাতের খাবার খেয়ে রুবেল তাঁর ঘরে ঘুমাতে যান। মাঝরাতে পরিবারের সদস্যরা দেখতে পান রুবেল ঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলছে। পুলিশকে খবর দেওয়া হলে আজ সকালে লাশ উদ্ধার করে লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান বলেন, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।