হোম > সারা দেশ > ঢাকা

বনানী থেকে ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর বনানী থেকে জহিরুল ইসলাম (৩৬), রিয়াজ (২০), হাসু (২২) ও বাবুল (২০) নামের চারজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১। 

বনানী থানাধীন মহাখালী ওয়্যারলেস গেটের পাশের টিএনটি মহিলা কলেজের সামনে থেকে গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন র‍্যাব-১-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) নোমান আহমদ। 

গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে দুটি দেশীয় কুড়াল, একটি সাইকেলের চেইন, দুটি তার, দুটি চেতনানাশক মলম ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। 

এ বিষয়ে র‍্যাব-১-এর এএসপি নোমান আহমদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মহাখালী ওয়্যারলেস গেট এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের চারজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে নোমান বলেন, ‘গ্রেপ্তারকৃতরা মহাখালী এলাকাসহ আশপাশের এলাকায় সাধারণ পথচারী, বাসযাত্রী এবং মোটরসাইকেল আরোহীদের মারধর এবং অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে প্রাইভেট কার, মোটরসাইকেল, গাড়ি, টাকাপয়সা, মোবাইল, স্বর্ণালংকার ইত্যাদি ছিনতাই করে আসছিল।’ 

এ ছাড়াও অপরিচিত কেউ তাঁদের এলাকায় নতুন এলে তাদের গতিবিধি লক্ষ্য করে কৌশলে ছিনতাই কার্যক্রম চালাতেন। সেই সঙ্গে তাঁদের ছিনতাইকাজে বাধা দিলে সাধারণ পথচারীদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মালামাল লুট করে নিত বলেও জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা। 

এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে বনানী থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার