হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে গজারি বনের ভেতর থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার 

গাজীপুরের শ্রীপুরে গজারি বনের ভেতর থেকে এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীর গলায় ওড়না প্যাঁচানো থাকলেও তার মরদেহ বনের ভেতর মাটিতে পড়ে ছিল। পুলিশ বলছে ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে। 

আজ রোববার দুপুরে উপজেলার মাওনা ইউনিয়ন বেতঝুড়ি গ্রাম থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। 

নিহত নারী সাফিয়া খাতুন (৪০) উপজেলার মাওনা ইউনিয়নের বেতঝুড়ি গ্রামের মো. সাইদুল ইসলামের স্ত্রী। নিহতের স্বামী কয়েক বছর ধরে সৌদি আরবে রয়েছেন। 

স্থানীয় বাসিন্দা সোহাগ মিয়া বলেন, নিহতের শ্বশুরবাড়ির পাশে জঙ্গলের ভেতর নারীর মরদেহ দেখতে পায় এক নারী। এরপর আশপাশের লোকজন জড়ো হয়ে পুলিশে খবর দেয়। এরপর পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। মরদেহটির গলায় ওড়না প্যাঁচানো থাকলেও গাছে ঝুলে ছিল না। মাটিতে পড়ে ছিল। 

শ্রীপুর পরিদর্শক তদন্ত আব্দুল আজিজ বলেন, ঘটনাস্থল থেকে নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। নারীর গলায় একটি ওড়না প্যাঁচানো থাকলেও, মরদেহ মাটির নিচে হওয়া অবস্থায় পড়ে ছিল। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। 

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের দোয়া

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

জবি ভিসির ভবন ঘেরাও করে রেখেছেন আস-সুন্নাহর মেধাবী প্রজেক্টের শিক্ষার্থীরা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ডে পেল পুলিশ

সাংবাদিক আনিস আলমগীরকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ